নান্দাইল (ময়মনসিংহ) সংবাদদাতা: ময়মনসিংহের নান্দাইলে ২০২১-২০২২ অর্থ বছরে রোপা আমন মৌসুমে সমন্বিত ব্যবস্থাপনার মাধ্যমে কৃষি যান্ত্রিকীকরণ প্রকল্পের আওতায় অর্ধেক ভর্তুকিমূল্যে কৃষি যন্ত্রপাতি প্রদান করা হয়েছে।
মঙ্গলবার সকালে উপজেলা পরিষদ চত্বরে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে ১১ জন কৃষককে কম্বাইন হারভেস্টার ৭টি, রিপার ১টি, পাওয়ার থ্রেসার ২টি এবং ১টি মেইজশেলার প্রদান করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আবুল মুনসুরের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কৃষি যন্ত্রপাতি প্রদান করেন সংসদ সদস্য আনোয়ারুল আবেদীন খান তুহিন। স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা মোহাম্মদ আনিসুজ্জামান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান হাসান মাহমুদ জুয়েল ও মহিলা ভাইস চেয়ারম্যান মনোয়ারা জুয়েল। এ সময় উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা নাদিয়া ফেরদৌসি, রেজাউল করিম, এসএপিপিএ মোয়াজ্জেম হোসেন, উপ-সহকারী কৃষি কর্মকর্তা আমিনুল হক, মাহমুদুল হাসান প্রমুখ উপস্থিত ছিলেন।