হোসেনপুর (কিশোরগঞ্জ) সংবাদদাতা: কিশোরগঞ্জের হোসেনপুরে স্বল্প মেয়াদী আমন ধান কর্তন করা হয়েছে। কৃষকদেরকে এ ধান চাষে আগ্রহী করে তুলতে আর্ন্তজাতিক ধান গবেষণা ইন্সটিটিউটের তত্ত্বাবধানে এগ্রি আই আর আর আই প্রকল্পের আওতায় পরীক্ষামূলকভবে এ ধানের চাষ করা হয়।
মঙ্গলবার বিকালে পুমদী ব্লকের রামপুর গ্রামের কৃষক মো. মজনু মিয়ার জমিতে স্বল্প মেয়াদী ব্রি ধান–৩৯–৭১–৭৫ এবং বিনা ধান–১৭ ও ২২ সহ পাঁচ প্রকার ধান কর্তন করা হয়।
এফআইভিডিবির প্রকল্প কর্মকর্তা কৃষিবিদ মো. সাইফুল ইসলাম জানান, বীজ বপনের পর ১১২ থেকে ১১৫ দিনের মধ্যে এ জাতীয় ধান কর্তন করা যায়। ব্রি–ধান ৭৫ হেক্টরে প্রতি ফলন ৫.৫ মেট্রিক টন এবং বিনা ধান–১৭ প্রতি হেক্টরে ৫.৯ মেট্রিক টন।
রামপুর গ্রামের চাষী মাহফুজ মিয়া জানান, নতুন জাতের স্বল্প মেয়াদী ধান চাষ করে বাজার মূল্য ভালো থাকায় আর্থিকভাবে লাভবান হয়েছি।
চরপুমদী ব্লকের দায়িত্বে থাকা উপ–সহকারী কৃষি কর্মকর্তা মো. আলিমুল শাহান জানান, এলাকার চারজন বাছাইকৃত কৃষককে পাঁচ জাতের ধান প্রদর্শনীতে বিনামূল্যে বীজ, সার ও কীটনাশক প্রদানসহ সার্বিক সহযোগিতা করা হয়েছে।
উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ ইমরুল কায়েস জানান, অল্প দিনের মধ্যে আগাম ধান কেটে কৃষকরা পুনরায় একই জমিতে শীতকালীন রবি শস্য চাষ করতে পারবেন। এছাড়াও তিন ফসল উৎপাদনের লক্ষ্যে এফআইভিডিবির বাস্তবায়নে অল্প সময় ও স্বল্প খরচে স্বল্পমেয়াদী আমন ধান চাষে কৃষকরা সুফল পেয়েছেন বলে জানান তিনি।