নিজস্ব প্রতিবেদক: “সেবা যখন নিতে যাব, সিটিজেন চার্টার দেখে নিব, তথ্য চাইলে জনগণ, দিতে বাধ্য প্রশাসন, দুর্নীতি রুখব, সোনার বাংলা গড়ব” ইত্যাদি স্লোগানে স্বচ্চতা ও জবাবদিহিতার জন্য সচেতনতা শীর্ষক এক ভার্চুয়াল সভা বুধবার কিশোরগঞ্জে অনুষ্ঠিত হয়েছে। ডিস্ট্রিক্ট পলিসি ফোরাম (ডিপিএফ) সভাটির আয়োজন করে।
ডিপিএফ এর সভাপতি অধ্যক্ষ রবীন্দ্র নাথ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অতিথি হিসেবে আলোচনায় অংশ নেন স্থানীয় সরকার বিভাগের উপ পরিচালক হাবিবুর রহমান, জেলা সমাজ সেবা অধিদপ্তরের উপ পরিচালক কামরুজ্জামান খান, জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সুব্রত কুমার বণিক ও পলিসি ফর ডায়লগ (পিফরডি) এর টিম লিডার আর্সেন স্টেফানিয়ান। সূচনা বক্তব্যে অতিথিরা সেবা প্রাপ্তির বিভিন্ন দিক ও সহজলভ্যতা এবং এক্ষেত্রে বর্তমান সরকারের প্রণিত আইন ও সুযোগ সুবিধাগুলো তুলে ধরেন।
সভার শুরুতে সিটিজেন চার্টার বিষয়ক ভিডিও চিত্র প্রদর্শন করা হয়। পরে পালাকার ও গণসঙ্গীত শিল্পী অজিত সূত্রধর ও তার দল সিটিজেন চার্টার এবং তথ্য অধিকার আইন, অভিযোগ প্রতিকার ব্যবস্থা ও জাতীয় শুদ্ধাচার বিষয়ে সচেতনতামূলক সঙ্গীত পরিবেশন করেন। অনুষ্ঠানে মানসম্মত শিক্ষা বিষয়ে কবিতা আবৃত্তি করেন কবি মো. সালেহ আহমেদ এবং এসএ টুলস বিষয়ে কবিতা আবৃত্তি করেন কবি ও আবৃত্তিকার ম. ম জুয়েল ও নূরজাহান পারুল।
আলোচনায় অংশ নেন কিশোরগঞ্জ সদর উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান মাছুমা আক্তার ও সাংবাদিক মোস্তফা কামাল। সভায় ভার্চুয়ালি যুক্ত ছিলেন পিফরডির সিভিল সোসাইটি কো-অর্ডিনেটর মোফাক্কার মোর্শেদ খান চৌধুরী ও ডিস্ট্রিক্ট ফেসিলেটর নূরে আলম।
সভা সঞ্চালনা করেন ডিস্ট্রিক্ট পলিসি ফোরামের সম্পাদক মীর আশরাফ উদ্দিন।