নিকলী (কিশোরগঞ্জ) সংবাদদাতা: কিশোরগঞ্জের নিকলীতে জাতীয়তাবাদী যুবদলের ৪৩ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করা হয়েছে।
এ উপলক্ষে আলোচনা সভা ও কেক কাটার আয়োজন করা হয়। নিকলী উপজেলা যুবদলের আহ্বায়ক আবদুল মান্নানের সভাপতিত্বে ও সদস্য সচিব সাইফুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন জেলা যুবদল ও উপজেলা বিএনপি নেতা কামরুল হাসান, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক রফিকুল ইসলাম লিটন, যুগ্ম আহ্বায়ক প্রিন্স মাহমুদ তুহিন প্রমূখ।
সভায় চলমান আন্দোলনকে বেগবান করার জন্য নেতাকর্মীদেরকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান বক্তারা। আলোচনা শেষে কেক কাটা হয়।
আপনার মন্তব্য করুন