ঢাকাThursday , 28 October 2021
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস ঐতিহ্য
  5. করোনা আপডেট
  6. ক্যাম্পাস
  7. ক্রীড়া জগৎ
  8. জাতীয়
  9. তথ্য প্রযুক্তি
  10. ধর্ম
  11. নারী অধিকার
  12. প্রবাস সংবাদ
  13. বিনোদন
  14. রাজনীতি
  15. সম্পাদকীয়
আজকের সর্বশেষ সবখবর

পাকুন্দিয়ায় এক মঞ্চে পাঁচ মেয়র প্রার্থী

প্রতিবেদক
-
October 28, 2021 5:07 pm
Link Copied!

পাকুন্দিয়া (কিশোরগঞ্জ) সংবাদদাতা: কিশোরগঞ্জের পাকুন্দিয়া পৌরসভা নির্বাচনকে সামনে জনতার মুখোমুখি অনুষ্ঠানে একমঞ্চে বক্তব্য দিয়েছেন পাঁচ মেয়র প্রার্থী 

বৃহস্পতিবার দুপুরে পাকুন্দিয়া সদর ঈদগাহ মাঠে পাকুন্দিয়া উপজেলা ধূমপান   মাদক প্রতিরোধ কমিটির সহযোগিতায় সামাজিক সংগঠন পিপুল ডেভেলপমেন্ট প্রসেস (পিডিপি) সুশাসনের জন্য নাগরিক (সুজন) যৌথভাবে অনুষ্ঠানটির আয়োজন করে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পিডিপির চেয়ারম্যান তানভীর হায়দার ভূঁইয়া। প্রভাষক তরিকুল হাসান শাহীনের সঞ্চালনায় জনতার মুখোমুখি বিভিন্ন প্রশ্নের জবাব ও বক্তব্য রাখেন আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী মোহাম্মদ নজরুল ইসলাম আকন্দ (নৌকা), স্বতন্ত্র প্রার্থী ও বর্তমান মেয়র আক্তারুজ্জামান খোকন (নারিকেল গাছ), স্বতন্ত্র প্রার্থী ও সাবেক মেয়র এডভোকেট মো. জালাল উদ্দিন (মোবাইল ফোন), স্বতন্ত্র প্রার্থী মোতায়েম হোসেন স্বপন (জগ) ইসমালী আন্দোলনের মনোনীত প্রার্থী মাওলানা আতাহার আলী (হাতপাখা)।

নির্বাচিত হলে আগামী পাঁচ বছরের কর্মপরিকল্পনাসহ নির্বাচনী ইস্তেহার তুলে ধরেন তারা। তারা এ সংক্রান্ত দর্শকদের বিভিন্ন প্রশ্নের জবাবও দেন।

সুষ্ঠু নির্বাচনের ব্যাপারে আশাবাদ ব্যক্ত করে বিজয়ী প্রার্থীকে সকলেই সহযোগিতা করবেন বলে প্রতিশ্রুতি দেন।

অনুষ্ঠানে জেলা কৃষক লীগের বন পরিবেশ বিষয়ক সম্পাদক বুরহান উদ্দিনপাকুন্দিয়া পৌর ধূমপান   মাদক প্রতিরোধ কমিটির সভাপতি শরিফুল ইসলাম, চণ্ডিপাশা ইউনিয়ন ধূমপান মাদক প্রতিরোধ কমিটির সভাপতি ইদুল মাস্টার,  এগারসিন্দুর ইউনিয়ন ধূমপান মাদক প্রতিরোধ কমিটির সভাপতি আল ইমরান ও সাধারণ সম্পাদক মেহেদী হাসান আকাশ, সাংগঠনিক সম্পাদক শাকিল আহমেদ হৃদয়, নারান্দী ইউনিয়ন কমিটির সাধারণ সম্পাদক সজিব আহমেদ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, আগামী ২ নভেম্বর পাকুন্দিয়া পৌরসভা নির্বাচনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

আপনার মন্তব্য করুন