বাজিতপুর (কিশোরগঞ্জ) সংবাদদাতা: কিশোরগঞ্জের বাজিতপুর উপজেলার তিনটি ইউনিয়নে নৌকা প্রতীকের তিন চেয়ারম্যান প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। প্রার্থিতা প্রত্যাহারের সময়সীমার পর রিটার্নিং কর্মকর্তা তাদেরকে বিজয়ী ঘোষণা করেন।
তারা হলেন হালিমপুর ইউনিয়নে মো. ওমর ফারুক রাসেল, মাইজচর ইউনিয়নে মো. তাবারক মিয়া ও বলিয়ারদী ইউনিয়নে মো. আবুল কাশেম।
কিশোরগঞ্জ জেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ আশ্রাফুল আলম বিষয়টি নিশ্চিত করেছেন।
প্রার্থিতা প্রত্যাহারের পর বর্তমানে ৮ ইউনিয়নে ২৭ জন চেয়ারম্যান প্রার্থী রয়েছেন। এছাড়া ১১ ইউনিয়নে সংরক্ষিত আসনে মহিলা সদস্য ১১৯ জন, সাধারণ সদস্য ৩৩৪ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন বলে নির্বাচন অফিস সূত্রে জানা গেছে।
আগামী ১১ নভেম্বর ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।
আপনার মন্তব্য করুন