নিউজ একুশে ডেস্ক: ব্রাহ্মণবাড়িয়া জেলার আশুগঞ্জ থেকে গাঁজা ও মোটর সাইকেলসহ তিনজনকে গ্রেফতার করেছে র্যাব। বৃহস্পতিবার রাত ৯ টা থেকে ১০ টা পর্যন্ত পৃথক দুটি অভিযান চালায় র্যাব।
র্যাব সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে আশুগঞ্জের সৈয়দ নজরুল ইসলাম সেতুর টোলপ্লাজার ঢাকা-সিলেট মহাসড়কের ঢাকাগামী লেনের ওপর অভিযান চালানো হয়। এ সময় শিব্বির আহাম্মদ (৩৬) নামে একজনকে ৪ কেজি গাঁজা ও একটি মোটর সাইকেলসহ গ্রেফতার করে র্যাব। তিনি ব্রাহ্মণবাড়িয়া জেলা সদরের ঘাটিয়ারা গ্রামের রশিদ আহাম্মদের ছেলে।
পরে একই স্থানে অভিযান চালিয়ে সাড়ে ৪ কেজি গাঁজা ও একটি মোটর সাইকেলসহ দুজনকে গ্রেফতার করা হয়। তারা হলেন হবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলার তেলিয়াপাড়া (বনগাঁও) গ্রামের মাসুক মিয়ার ছেলে সাগর মিয়া (২২) ও ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলার বলাকোট কান্দি গ্রামের মৃত মোহাম্মদ আলী মিয়ার ছেলে সাইফুল ইসলাম (৩২)।
র্যাবের কোম্পানী কমান্ডার রফিউদ্দীন মোহাম্মদ যোবায়ের গ্রেফতার তিনজনকে মাদক ব্যবসায়ী হিসেবে উল্লেখ করে জানান, তারা দীর্ঘদিন যাবত মাদক ব্যবসার সাথে জড়িত থাকার কথা স্বীকার করেছেন।
এ ব্যাপারে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০১৮ অনুযায়ী মামলা দিয়ে তাদেরকে পুলিশে সোপর্দ করা হয়।