নিউজ একুশে ডেস্ক: কাঠের গুঁড়ার ভিতর গাঁজা পাচারের সময় র্যাবের হাতে ধরা পড়েছে তিনজন। উদ্ধার করা হয়েছে ৭১ কেজি গাঁজা। বৃহস্পতিবার রাত সাড়ে ১১ টার দিকে ব্রাহ্মণবাড়িয়া জেলা সদরের বিশ্বরোড এলাকায় অভিযান চালায় র্যাব।
র্যাব সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে গাঁজা পাচারের বিষয়টি জানতে পারে র্যাব। এর পরিপ্রেক্ষিতে অভিযান চালায় র্যাব-১৪ সিপিসি-৩ ভৈরব ক্যাম্পের একটি দল।
এ সময় একটি পিকআপ তল্লাশি করে কাঠের গুঁড়া ভর্তি ৩০ টি বস্তা পাওয়া যায়। পরে ছয়টি বস্তার ভিতর থেকে ৭১ কেজি গাঁজা উদ্ধার করা হয়। এ ঘটনায় তিনজনকে গ্রেফতার করে র্যাব। তারা হলেন ময়মনসিংহ জেলা সদরের শম্ভুগঞ্জের চাঁনবালির ছেলে সুজন কুমার (৩৩), নেত্রকোণা জেলার পূর্বধলা উপজেলার মানিকদি গ্রামের মতিউর রহমানের ছেলে সাইদুল ইসলাম (১৯) ও একই গ্রামের মৃত হাবিবুর রহমানের ছেলে খাইরুল ইসলাম (১৯)।
র্যাবের কোম্পানি কমান্ডার রফিউদ্দীন মোহাম্মদ যোবায়ের গ্রেফতার তিনজনকে মাদক ব্যবসায়ী হিসেবে উল্লেখ করে জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা দীর্ঘদিন যাবত ব্রাহ্মণবাড়িয়া জেলার সীমান্তবর্তী এলাকা থেকে চোরা চালানের মাধ্যমে গাঁজা এনে দেশের বিভিন্ন স্থানে বিক্রি করার কথা স্বীকার করেছেন।
এ ব্যাপারে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০১৮ অনুযায়ী মামলা দিয়ে তাদেরকে পুলিশে সোপর্দ করা হয়।