নান্দাইল (ময়মনসিংহ) সংবাদদাতা: ময়মনসিংহের নান্দাইলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আব্দুল আজিজ (৬০) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে।
শুক্রবার বিকাল ৩ টার দিকে উপজেলার বীর বেতাগৈর ইউনিয়নের রামকৃষ্ণপুর গ্রামে ঘটনাটি ঘটে। আব্দুল আজিজ ওই গ্রামের মৃত ইব্রাহীমের পুত্র।
স্থানীয়রা জানান, আব্দুল আজিজ নিজের বাঁশঝাড় থেকে বাঁশ কাটছিলেন। কাটা বাঁশটি হঠাৎ পাশের বিদ্যুৎ লাইনের উপর পড়ে যায়। এ সময় তিনি বাঁশের গোড়ায় ধরে টান দিতে গেলে বিদ্যুতায়িত হয়ে পড়েন। এতে মারাত্মকভাবে আহত হন তিনি।
পরিবারের লোকজন তাকে উদ্ধার করে নান্দাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. মো. আকাইদ বিষয়টি নিশ্চিত করেছেন।
আপনার মন্তব্য করুন