নিজস্ব প্রতিবেদক: কিশোরগঞ্জ সদর উপজেলার কাটাবাড়িয়া গ্রামের নিবেদিতপ্রাণ আওয়ামী লীগ কর্মী প্রয়াত আব্দুল কদ্দুসের আত্মার মাগফিরাত কামনায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার সন্ধ্যায় কিশোরগঞ্জ সদর উপজেলার কাটাবাড়িয়া সৈয়দ আশরাফুল ইসলাম স্মৃতি পরিষদ মাহফিলের আয়োজন করে। পরিষদের নিজস্ব কার্যালয়ে অনুষ্ঠিত মাহফিলে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি কবির উদ্দিন ফারুকী সোয়েল। মিলাদ মাহফিলে দোয়া পরিচালনা করেন সংগঠনের ধর্ম বিষয়য়ক সম্পাদক মাওলানা মোহাম্মদ আব্দুল কাদির।
মিলাদ মাহফিলে উপস্থিত ছিলেন প্রয়াত আব্দুল কদ্দুসের বড় ছেলে মো. মিজানুর রহমান শফিক, সাবেক মেম্বার মো. ইব্রাহিম মিয়া, মো. হারেস উদ্দিন, আওয়ামী লীগ নেতা মো. আলাল ব্যাপারী, আহাম্মেদ হোসেন মোল্লা, জহির উদ্দিন ফারুকী পায়েল, আমিনুল হক রতন, মো. মোস্তাফা মিয়া, সৈয়দ আশরাফুল ইসলাম স্মৃতি পরিষদের সিনিয়র সহ সভাপতি মাহাবুব আলম, গবেষণা বিষয়ক সম্পাদক মোহাম্মদ মশিউর রহমান রাসেল, গণ সংযোগ বিষয়ক সম্পাদক মো. জিল্লুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক মো. শরিফুল ইসলাম, সংগঠনিক সম্পাদক মো. আবু সাঈদ, ক্রীড়া বিষয়ক সম্পাদক শাহরিয়ার রুবেল প্রমুখ।
অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন মোহাম্মদ সোহাগ।