নিজস্ব প্রতিবেদক: কিশোরগঞ্জ পৌরসভার মেয়র পারভেজ মিয়া মাদকের বিরুদ্ধে সামাজিকভাবে প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানিয়েছেন।
তিনি শুক্রবার সন্ধ্যায় আমরা ক’জন নাট্য শিল্পী গোষ্ঠী আয়োজিত মাকদবিরোধী আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ আহ্বান জানান। তিনি আরও বলেন, প্রতিটি মহল্লার মানুষ আজ মাদক সন্ত্রাসের শিকার। পরিবারের একটি সন্তান মাদকে আসক্ত হলে সেই পরিবারটির ধ্বংস অনিবার্য। এ থেকে পরিত্রাণ পেতে হলে আমাদেরকে সম্মিলিতভাবে প্রতিরোধ গড়ে তুলতে হবে। সঙ্গ দোষে অনেক ছেলে মেয়ের জীবন নষ্ট হয়ে যাচ্ছে উল্লেখ করে তিনি বলেন, কার সন্তান কখন কোথায় যায়, বিশেষ করে সন্ধ্যার পর কিশোর বয়সী সন্তানদের বাইরে ঘুরাফেরা নিয়ন্ত্রণ করতে হবে।
সংগঠনের সভাপতি মো. হেলাল উদ্দিন খান বাবুলের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএডিসির অবসরপ্রাপ্ত নির্বাহী প্রকৌশলী মো. রফিকুল ইসলাম ও কিশোরগঞ্জ মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. রফিকুল ইসলাম। অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন সংগঠনের উপদেষ্টা অধ্যক্ষ মো. মাহফুজুর রহমান।
আলোচনা শেষে সাংস্কৃতিক অনুষ্ঠানে শিল্পীরা গান ও নৃত্য পরিবেশন করেন।
অনুষ্ঠান সঞ্চালনা করেন সংগঠনের উপদেষ্টা এ. কে. এম হুমায়ুন কবীর।