নিজস্ব প্রতিবেদক: কিশোরগঞ্জে জাতীয় কৃমি নিয়ন্ত্রণ সপ্তাহের উদ্বোধন করা হয়েছে। শনিবার কিশোরগঞ্জ সরকারি আদর্শ শিশু বিদ্যালয়ে এর উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ শামীম আলম।
সিভিল সার্জন ডা. মো. মুজিবুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন স্বাস্থ্য সেবা বিভাগের উপসচিব শাহাদাত হোসেন কবীর, ডেপুটি সিভিল সার্জন ডা. মো. মোস্তাফিজুর রহমান, কিশোরগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আলী সিদ্দিকী, কিশোরগঞ্জ সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. তাজরিনা তৈয়ব ও কিশোরগঞ্জ সদরের সহকারী কমিশনার (ভূমি) সাগুফতা হক।
অনুষ্ঠানে বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি, শিক্ষক ও অভিভাবকরা উপস্থিত ছিলেন।
সিভিল সার্জন জানান, সারা জেলায় ৫ থেকে ১৬ বছর বয়সী মোট ৮ লাখ ৪৫ হাজার শিশুকে কৃমিনাশক বড়ি খাওয়ানোর লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।
আগামী ৫ নভেম্বর পর্যন্ত এ কার্যক্রম চলবে।