নান্দাইল (ময়মনসিংহ) সংবাদদাতা: ময়মনসিংহের নান্দাইল–দেওয়ানগঞ্জ জিসি রাস্তা পুনর্ণির্মাণ কাজের উদ্বোধন করা হয়েছে।
স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) বাস্তবায়নে শনিবার বেলা ১১ টায় দেওয়ানগঞ্জ বাজার টেম্পু স্ট্যান্ডে এ কাজের উদ্বোধন করেন সংসদ সদস্য আনোয়ারুল আবেদীন খান তুহিন।
খারুয়া ইউনিয়ন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মো. আব্দুর রাশিদের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা প্রকৌশলী মো. আলামিন সরকার, খারুয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কামরুল হাসনাত ভূঞা মিন্টু, সাবেক ইউপি চেয়ারম্যান গিয়াস উদ্দিন ভূইয়া, উপজেলা আওয়ামী লীগ নেতা খায়ছারুল আলম ফকির, খারুয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জালাল উদ্দিন মল্লিক, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি কামরুজ্জামান ভূঁইয়া রিপন, উপজেলা ছাত্র লীগের সাবেক সভাপতি হাফিজুর রহমান রিপন, পৌর ছাত্র লীগের সভাপতি শফিকুল ইসলাম সালাম, সাধারণ সম্পাদক শাহ মাহমুদুল হক সৌরভ প্রমুখ।
উল্লেখ্য, ১৭ কিলোমিটার সড়কটি নির্মাণে ব্যয় হচ্ছে ১৪ কোটি ৩৩ লাখ টাকা।