নান্দাইল (ময়মনসিংহ) সংবাদদাতা: ময়মনসিংহের নান্দাইল-জাহাঙ্গীরপুর ইউপি সড়ক প্রশস্তকরণ ও সংস্কার কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে।
রবিবার সকালে জাহাঙ্গীরপুর ইউনিয়ন পরিষদ সংলগ্ন স্থানে এ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন সংসদ সদস্য আনোয়ারুল আবেদীন খান তুহিন।
জাহাঙ্গীরপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মাহমুদুল হাসান হুমায়ুন মাস্টারের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক কামাল উদ্দিন মণ্ডলের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নান্দাইল পৌরসভার মেয়র মো. রফিক উদ্দিন ভূঞা, জাহাঙ্গীরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ আলী, ময়মনসিংহ জেলা আওয়ামী লীগের সদস্য লুৎফুন্নাহার লাকী, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি হাফিজুর রহমার রিপন, উপজেলা যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক সোহেল, পৌর ছাত্রলীগের সভাপতি শফিকুল ইসলাম সালাম, সাধারণ সম্পাদক শাহ মাহমুদুল হক সৌরভ, মাওলানা এ কে এম মোশাররফ হোসেন প্রমুখ।
উল্লেখ্য, স্থানীয় সরকার প্রকৌশল বিভাগের আরটিআইপি প্রকল্পের মাধ্যমে এবং বিশ্ব ব্যাংকের অর্থায়নে ১২ কোটি ৫৫ লাখ টাকা ব্যয়ে সড়কটি সংস্কার ও ১৮ ফুট প্রশস্ত করা হচ্ছে।