নিজস্ব প্রতিবেদক: যুব শক্তিকে কারিগরি শিক্ষায় দক্ষ করে গড়তে না পারলে আমাদেরকে চরম মূল্য দিতে হবে। আর দক্ষ জনশক্তি গড়তে পারলে দেশ সোনার দেশে পরিণত হবে। তাই দক্ষ জনশক্তির কোন বিকল্প নেই।
জাতীয় যুব দিবস উপলক্ষে কিশোরগঞ্জে আজ সোমবার বিকালে ডিস্ট্রিক্ট পলিসি ফোরাম (ডিপিএফ) আয়োজিত আলোচনা সভায় বক্তারা এ কথাগুলো বলেন।
কিশোরগঞ্জ কালেক্টরেট সভাকক্ষে আয়োজিত আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন স্থানীয় সরকার বিভাগের উপ পরিচালক মো. হাবিবুর রহমান। ডিপিএফ এর সভাপতি অধ্যক্ষ রবীন্দ্রনাথ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন গুরুদয়াল সরকারি কলেজের অধ্যাপক কাজী করিমউল্লাহ, সাংবাদিক আহমেদ উল্লাহ, জেলা মহিলা পরিষদের নেত্রী এডভোকেট প্রতিভা শীল, পৌরসভার সংরক্ষিত নারী কাউন্সিলর হাসিনা হায়দার চামেলী ও আবৃত্তি সমন্বয় পরিষদের কেন্দ্রিয় কমিটির সদস্য ম.ম জুয়েল।
“দক্ষ যুব সমৃদ্ধ দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ” এ প্রতিপাদ্য স্লোগানে দিবসটি পালিত হয়।
আলোচনা সভায় বক্তারা আরও বলেন, মাদকাসক্তির প্রবণতা রোধ করতে হলে যুবদেরকে আত্মকর্ম সংস্থানের ব্যবস্থা করার পাশাপাশি রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে সম্পৃক্ত করতে হবে। সন্তান কখন কোথায় যাচ্ছে, কার সাথে মিশছে এ ব্যাপারে অভিভাবকদেরকে সচেতন থাকারও আহ্বান জানানো হয়।
সভায় ভার্চয়ালি যুক্ত ছিলেন প্লাটফর্ম ফর পলিসি ডায়লগ (পিফরডি) এর এডভোকেসি কো অর্ডিনেটর আমিনা খাতুন। অনলাইন কারিগরি দিক সমন্বয় করেন ডিস্ট্রিক্ট ফেসিলেটর নূরে আলম।
সভা সঞ্চালনা করেন ডিপিএফ এর সাধারণ সম্পাদক মীর আশরাফ উদ্দিন।