নিউজ একুশে ডেস্ক: কিশোরগঞ্জের বাজিতপুর থেকে ওয়ান শুটারগান ও গুলিসহ আজম খাঁন পাভেল (২২) নামে একজনকে গ্রেফতার করেছে র্যাব। রবিবার রাত সাড়ে ১১ টার দিকে অভিযানটি চালায় র্যাব-১৪ সিপিসি-২ এর একটি দল।
র্যাব সূত্রে জানা গেছে, বাজিতপুর উপজেলার ফুলবাড়িয়া এলাকায় কতিপয় ব্যক্তি দিনে দুপুরে অস্ত্র নিয়ে প্রভাব বিস্তার এবং সাধারণ মানুষকে ভয়ভীতি ও হয়রানি করে আসছে বলে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে র্যাব। গোয়েন্দা নজরদারি চালিয়ে এর সত্যতাও পায়। পরে রাত সাড়ে ১১ টার দিকে অভিযান চালিয়ে একটি ওয়ান শুটারগান, এক রাউন্ড গুলি ও একটি মোবাইল ফোনসেটসহ আজম খাঁন পাভেলকে গ্রেফতার করে। তিনি বাজিতপুরের দিলালপুর ইউনিয়নের বাগপাড়া গ্রামের গিয়াস উদ্দিনের ছেলে।
র্যাবের কোম্পানী কমান্ডার লেফটেনেন্ট কমান্ডার বিএন এম. শোভন খান জানান, গ্রেফতার আজম খাঁন পাভেল দীর্ঘদিন যাবত অস্ত্র নিয়ে এলাকায় প্রভাব বিস্তার করে আসার কথা স্বীকার করেছেন।
এ ব্যাপারে বাজিতপুর থানায় অস্ত্র আইনে মামলা দিয়ে তাকে পুলিশে সোপর্দ করা হয়।