পাকুন্দিয়া (কিশোরগঞ্জ) সংবাদদাতা: “দক্ষ যুব সমৃদ্ধ দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ” এ প্রতিবাদ্য বিষয়কে সামনে রেখে কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় জাতীয় যুব দিবস পালন করা হয়েছে।
দিবসটি উপলক্ষে শোভাযাত্রা, আলোচনা সভা, ঋণ ও সনদ বিতরণের আয়োজন করে উপজেলা প্রশাসন ও উপজেলা যুব উন্নয়ন অধিদপ্তর।
সোমবার সকাল ১০টায় উপজেলা পরিষদ চত্বরে জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে দিবসের কর্মসূচি শুরু করা হয়। পরে উপজেলা পরিষদ চত্বর থেকে শোভাযাত্রা বের হয়ে পৌরসদর বাজার প্রদক্ষিণ করে। শোভাযাত্রা শেষে উপজেলা পরিষদ সভাকক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা রোজলিন শহীদ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় স্বাগত বক্তব্য রাখেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আ. আজিজ আকন্দ। আরও বক্তব্য রাখেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শামসুন্নাহার, সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা মোফাজ্জল হক, সালাহ উদ্দিন, যুব আত্মকর্মী বোরহান উদ্দিন, সাইফুল ইসলাম প্রমুখ।
আলোচনা শেষে ২৩ জন যুব ও যুব মহিলার মাঝে ৯ লাখ ৯০ হাজার টাকা ঋণের চেক ও সফল যুবদের মাঝে সনদপত্র বিতরণ করা হয়।