নিজস্ব প্রতিবেদক: কিশোরগঞ্জের পাকুন্দিয়া পৌরসভা নির্বাচনে উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ চলছে। সকাল ৮ টা থেকে ভোটগ্রহণ শুরু হয়েছে, চলবে বিকাল ৪ টা পর্যন্ত।
বিভিন্ন ভোটকেন্দ্র ঘুরে ভোটারদের দীর্ঘ লাইন দেখা গেছে। বিশেষ করে নারী ভোটারদের উপস্থিতি লক্ষণীয়।
সকাল সাড়ে ১০ টার দিকে লক্ষ্মীয়া উচ্চ বিদ্যালয় কেন্দ্রে দেখা হয় আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী মোহাম্মদ নজরুল ইসলাম আকন্দের সাথে। তিনি জানান, সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে ভোটাররা ভোট প্রদান করছেন। জয়ের ব্যাপারে তিনি শতভাগ আশাবাদী বলে আশাবাদ ব্যক্ত করেন।
প্রতিদ্বন্দ্বী নারিকেল গাছ প্রতীকের স্বতন্ত্র প্রার্থী মো. আক্তারুজ্জামান খোকন ও মোবাইল ফোন প্রতীকের স্বতন্ত্র প্রার্থী এডভোকেট মো. জালাল উদ্দীন কিছু কিছু কেন্দ্রে আওয়ামী লীগের কর্মী সমর্থকদের প্রভাব বিস্তার ও তাদের কর্মীদেরকে ভয় ভীতি প্রদর্শনের অভিযোগ করেন। তবে
রিটার্নিং অফিসার ও জেলা নির্বাচন অফিসার মোহাম্মদ আশ্রাফুল আলম জানান, কোন কেন্দ্রেই অপ্রীতিকর কিছু ঘটেনি। কারও কোন অভিযোগও পাওয়া যায়নি। সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে ভোট গ্রহণ হচ্ছে বলে তিনি দাবি করেনপ্রতিটি কেন্দ্রেই আইন শৃঙ্খলা বাহিনীকে তৎপর দেখা গেছে। ম্যাজিস্ট্রেটসহ বিজিবি ও র্যাবের ভ্রাম্যমাণ দলও সক্রিয় রয়েছে।
রিটার্নিং অফিসার ও জেলা নির্বাচন
নির্বাচনে মেয়র পদে পাঁচজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। তারা হলেন আওয়ামী লীগ মনোনীত মোহাম্মদ নজরুল ইসলাম আকন্দ, স্বতন্ত্র এডভোকেট মো. জালাল উদ্দীন, স্বতন্ত্র মো. আক্তারুজ্জামান খোকন, ইসলামী আন্দোলনের মো. আতাহার আলী ও স্বতন্ত্র প্রার্থী মোতায়েম হোসেন স্বপন। তাদের মধ্যে মোতায়েম হোসেন স্বপন সোমবার সন্ধ্যায় আওয়ামী লীগে প্রার্থী নজরুল ইসলাম আকন্দকে সমর্থন দিয়ে নিজের প্রার্থিতা প্রত্যাহার করেন।পৌরসভার ৯ টি ওয়ার্ডে সংরক্ষিত নারী আসনে ৮ জন প্রার্থী রয়েছেন। এরমধ্যে ২ নং (৪, ৫ ও ৬) ওয়ার্ডে বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিজয়ী হয়েছেন মোছা. উম্মে কুলসুম।
সাধারণ ৯ টি ওয়ার্ডে ৩১ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।