ঢাকাWednesday , 30 June 2021
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস ঐতিহ্য
  5. করোনা আপডেট
  6. ক্যাম্পাস
  7. ক্রীড়া জগৎ
  8. জাতীয়
  9. তথ্য প্রযুক্তি
  10. ধর্ম
  11. নারী অধিকার
  12. প্রবাস সংবাদ
  13. বিনোদন
  14. রাজনীতি
  15. সম্পাদকীয়
আজকের সর্বশেষ সবখবর

কিশোরগঞ্জে নরসুন্দা নদীর অবৈধ দখলদারদের উচ্ছেদের দাবিতে মানববন্ধন

প্রতিবেদক
-
June 30, 2021 7:29 am
Link Copied!

স্টাফ রিপোর্টার: কিশোরগঞ্জের নরসুন্দা নদীর অবৈধ দখলদারদের উচ্ছেদের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। কিশোরগঞ্জ নাগরিক অধিকার সুরক্ষা মঞ্চ আজ বুধবার বেলা ১১টায় শহরের গৌরাঙ্গ বাজার সংলগ্ন নরসুন্দা নদীর তীরে এ কর্মসূচির আয়োজন করে।

মানববন্ধনে বক্তারা বলেন, নদী পুনর্খননের সময় অনেক বৈধ ও অবৈধ দখলদারদেরকে  উচ্ছেদ করা হয়েছে। উচ্ছেদকৃত বৈধ দখলদারদেরকে ক্ষতিপূরণও দেওয়া হয়নি। আর নদী খননের কাজ শেষ হওয়ার পর থেকে আবারও নদীর জায়গা দখল করা হচ্ছে। অতি সম্প্রতি একটি সাংবাদিক সংগঠনের নামে নদী খনন কাজের সময় নিয়োজিত প্রকল্প পরিচালকের অফিস দখল করা হয়েছে বলে বক্তারা উল্লেখ করেন। তারা আগামী ২৭ জুলাইয়ের মধ্যে নদী তীরের সকল অবৈধ স্থাপনা উচ্ছেদের দাবি জানান। অন্যথায় বৃহত্তর আন্দোলনের কর্মসূচি ঘোষণা করা হবে বলে হুঁসিয়ার করে দেন।
নাগরিক অধিকার সুরক্ষা মঞ্চের আহ্বায়ক শেখ সেলিম কবিরের সভাপতিত্বে অনুষ্ঠিত মানববন্ধনে বক্তব্য রাখেন জেলা ট্রেড ইউনিয়ন কেন্দ্রের সভাপতি সিরাজুল ইসলাম সাত্তার, নাগরিক অধিকার সুরক্ষা মঞ্চের সদস্য অনল চক্রবর্তী কানু, সাংবাদিক সাইফউদ্দীন আহমেদ লেনিন, আবু তাহের, নদী খননের সময় ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী কামরুল হাসান মুকুল, রিপন সূত্রধর প্রমুখ।
মানববন্ধনে বিভিন্ন শ্রেণি পেশার মানুষ অংশ গ্রহণ করেন।
আপনার মন্তব্য করুন