কটিয়াদী (কিশোরগঞ্জ) সংবাদদাতা: “রক্তে রক্তে বন্ধন হোক, রক্তে লাগুক ঢেউ, আমার চোখে দেখবে ধরা, নতুন করে কেউ” স্লোগানে কিশোরগঞ্জের কটিয়াদীতে জাতীয় স্বেচ্ছায় রক্তদান ও মরণোত্তর চক্ষুদান দিবস পালন করা হয়েছে।
এ উপলক্ষে স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন রক্তদান সমিতির উদ্যোগে মঙ্গলবার সকালে শোভাযাত্রা ও পথসভা অনুষ্ঠিত হয়।
কটিয়াদী সরকারি কলেজ গেইটে অনুষ্ঠিত শোভাযাত্রা ও পথসভায় সভাপতিত্ব করেন সংগঠনের প্রতিষ্ঠাতা ও সমন্বয়ক বদরুল আলম নাঈম। বক্তব্য রাখেন সংগঠনের উপদেষ্টা আবদুর রহমান রুমী, সমন্বয় পর্ষদ সদস্য চলচ্চিত্রকর্মী জিসান আজাদ ও হোমিও চিকিৎসক মাহবুবুর রহমান।
শোভাযাত্রাটি কটিয়াদী সরকারি কলেজ গেইট থেকে শুরু হয়ে পৌর সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে বাসস্ট্যাণ্ডে গিয়ে শেষ হয়। শোভাযাত্রা শেষে আব্দুল ওয়াহাব আইন উদ্দিন চত্বরে পথসভা অনুষ্ঠিত হয়।
এ সময় সংগঠনের সমন্বয় পর্ষদ সদস্য সাব্বির আহমেদ, আশরাফিজুর রহমান হৃদয়, শাহরিয়ার হোসেন রিপন, রমজান মাহমুদ, আল–আমিন, আজমল হক রাফি, অলি উল্লাহ শামিম, আহসান হাবিব রিগান, নাবিল, মোস্তাফিজুর রহমান রাফিম, জয় সরকার, জিসান, রাব্বী, তানভীর, সুজন, শফিক খাবীর, আইমান বিন হামিদ অমি, মো. সাজিদ, আহসান আবীর সামিন, আরাবী প্রমুখ উপস্থিত ছিলেন।
পথসভায় বক্তারা স্বেচ্ছায় রক্তদান ও মরনোত্তর চক্ষুদানে সকল শ্রেণি পেশার মানুষকে এগিয়ে আসার আহ্বান জানান।
পথসভা শেষে জনসাধারণের মাঝে সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়।