নিজস্ব প্রতিবেদক: কিশোরগঞ্জের পাকুন্দিয়া পৌরসভা নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মোহাম্মদ নজরুল ইসলাম আকন্দ (নৌকা) জয়লাভ করেছেন। প্রতিদ্বন্দ্বী প্রার্থীকে ৩ হাজার ১৯২ ভোটের ব্যবধানে হারিয়েছেন তিনি। নজরুল ইসলাম আকন্দ পেয়েছেন ৭ হাজার ৭১৬ ভোট। তার নিকটতম সাবেক মেয়র স্বতন্ত্র প্রার্থী এডভোকেট জালাল উদ্দীন (মোবাইল ফোন) পেয়েছেন ৪ হাজার ৫২৪ ভোট।
নির্বাচনে মেয়র পদে পাঁচজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। অপর তিন প্রার্থীর মধ্যে বর্তমান মেয়র স্বতন্ত্র প্রার্থী মো. আক্তারুজ্জামান খোকন (নারিকেল গাছ) পেয়েছেন ২ হাজার ৮৪১ ভোট, স্বতন্ত্র প্রার্থী মোতায়েম হোসেন স্বপন (জগ) পেয়েছেন ১২৫ ভোট ও ইসলামী আন্দোলনের প্রার্থী মো. আতাহার আলী (হাত পাখা) পেয়েছেন ৪৩২ ভোট। ভোট গ্রহণের আগের দিন স্বতন্ত্র প্রার্থী মোতায়েম হোসেন স্বপন নৌকা প্রতীকের প্রার্থী নজরুল ইসলাম আকন্দকে সমর্থন দিয়ে নিজের প্রার্থিতা প্রত্যাহার করেন।
ইভিএম এর মাধ্যমে অনুষ্ঠিত নির্বাচনে মোট ২৩ হাজার ১৫১ ভোটারের মধ্যে ১৫ হাজার ৬৩৮ জন তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। বাতিল হয়েছে ৩১ ভোট। শতকরা ৬৭ দশমিক ৬৮ ভাগ ভোট কাস্টিং হয়েছে বলে রিটার্নিং অফিসার ও জেলা নির্বাচন অফিসার মোহাম্মদ আশ্রাফুল আলম জানিয়েছেন।