হোসেনপুর (কিশোরগঞ্জ) সংবাদদাতা: ময়মনসিংহের নান্দাইলে চালককে খুন করে অটোরিকশা ছিনতাই করে নিয়ে গেছে দুর্বৃত্তরা। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার রাতে জাহাঙ্গীরপুর ইউনিয়নের বালুয়া পুকুর পাড় এলাকায়। নিহত মোশারফ হোসেন (২৪) কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলার দক্ষিণ গোবিন্দপুর গ্রামের সুলতান মিয়ার ছেলে।
হোসেনপুর থানা পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মোশারফ হোসেন মঙ্গলবার রাতে অটোরিকশা নিয়ে বাড়ি থেকে বের হন। দুর্বৃত্তরা যাত্রী সেজে হোসেনপুরের সুরাটি বাজার সংলগ্ন নান্দাইলের বালুয়া পুকুর পাড় এলাকায় নিয়ে অটোরিকশার গতিরোধ করে। তারা অটোরিকশার চাবি কেড়ে নিতে চাইলে তাদের মধ্যে ধস্তাধস্তি হয়। এক পর্যায়ে দুর্বৃত্তরা মোশারফ হোসেনকে ছুরিকাঘাত করে অটোরিকশাটি নিয়ে যায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। খবর পেয়ে পুলিশ ও স্থানীয়রা লাশ উদ্ধার করে কিশোরগঞ্জ মর্গে প্রেরণ করে।
পরিবারের একমাত্র উপার্জনশীল ছেলের খুনের সংবাদে বৃদ্ধ পিতা সুলতান মিয়া গুরুতর অসুস্থ হয়ে পড়লে তাকে হাসপাতালে ভর্তি করা হয়।
এদিকে বুধবার সকালে নান্দাইল-হোসেনপুর সড়কে বিক্ষুদ্ধ জনতা মোশারফ হোসেন হত্যার বিচারের দাবীতে মিছিল ও মানববন্ধন করে। নিহতের মা রাশিদা খাতুন বলেন, আমার ছেলেকে যারা খুন করেছে তাদের সুষ্ঠু বিচার চাই। নিহতের স্ত্রী বিউটি আক্তার বলেন, আমার দেড় বছরের শিশু কন্যা মরিয়মকে নিয়ে এখন কিভাবে বাঁচব।
হোসেপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ মোহাম্মদ মোস্তাফিজুর রহমান হত্যাকাণ্ডের বিষয়টি নিশ্চিত করেছেন।