নান্দাইল (ময়মনসিংহ) সংবাদদাতা: ২০২১–২২/খরিপ–২ মৌসুমে বৃহত্তর ময়মনসিংহ অঞ্চলের ফসলের নিবিড়তা বৃদ্ধিকরণ প্রকল্পের আওতায় ময়মনসিংহের নান্দাইলে ভার্মি কম্পোস্ট উৎপাদন প্রদর্শনীর মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে।
বুধবার বিকালে নান্দাইল কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে চণ্ডিপাশা ইউনিয়নের বাঁশহাটি ব্লকে মাঠ দিবসের আয়োজন করা হয়।
নান্দাইল উপজেলা কৃষি কর্মকর্তা, কৃষিবিদ মোহাম্মদ আনিসুজ্জামানের সভাপতিত্বে এবং উপ–সহকারী কৃষি কর্মকর্তা মো. কামাল হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিনিয়র মনিটরিং অফিসার মোহাম্মদ নাজমুল হাসান।
প্রধান অতিথি বলেন, মাটির স্বাস্থ্য সুরক্ষায় কেঁচো সারের ভূমিকা অত্যধিক৷ মাটির জৈব উপাদান বৃদ্ধিতে কেঁচো সারের বিকল্প নেই। এই সার গাছের জন্য অত্যাবশ্যকীয় এবং এতে সারের প্রত্যেকটি উপাদান রয়েছে। অনুষ্ঠানে মাটির স্বাস্থ্য সুরক্ষায় জৈব সারের গুরুত্ব ও ফসলের নিবিড়তা বৃদ্ধিকরণে সরিষা চাষ নিয়েও আলোচনা করা হয়।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপ–প্রকল্প পরিচালক মো. মোস্তফা কামাল, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা সানোয়ার রাসেল ও উপ সহকারী কৃষি কর্মকর্তা মো. আমিনুল হক।
মাঠ দিবসে ১০০ জন কৃষক-কৃষাণী অংশগ্রহণ করেন।