করিমগঞ্জ (কিশোরগঞ্জ) সংবাদদাতা: কিশোরগঞ্জের করিমগঞ্জে মেয়েকে হত্যার অভিযোগে মাকে আটক করেছে পুলিশ। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার ভোরে চর দেহুন্দা গ্রামে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, করিমগঞ্জের চর দেহুন্দা গ্রামের বাবুল মিয়ার মেয়ে মাইশাকে (১৪) বৃহস্পতিবার ভোরে নিজ ঘরে শ্বাসরোধে হত্যা করেন তার মা স্বপ্না (৩৫)। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার এবং স্বপ্নাকে আটক করে।
করিমগঞ্জ সার্কেলের সহকারী পুলিশ সুপার ইফতেখারুজ্জামান জানান, স্বপ্নার খালাত ভাই ফাইজুলের সাথে মাইশার প্রেমের সম্পর্কের জেরে এ হত্যাকাণ্ড সংঘটিত হয়ে থাকতে পারে বলে পুলিশের ধারণা। ফাইজুল বর্তমানে পলাতক।
এ ব্যাপারে তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি জানান।
আপনার মন্তব্য করুন