পাকুন্দিয়া (কিশোরগঞ্জ) সংবাদদাতা: “সবার জন্য মানসম্মত শিক্ষা” এ প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে পাকুন্দিয়া উপজেলার ১০০ নং চরতেরটেকীয়া এ এইচ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের উদ্যোগে মা ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে বিদ্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত সমাবেশে সভাপতিত্ব করেন বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি মাহমুদুল হক রাকিব। সমাবেশে আলোচনা করেন চরতেরটেকীয়া মৌজা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোস্তফা সারোয়ার, উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি আবুল কালাম, অভিভাবক বোরহান উদ্দিন, শামিমা বেগম ও ৫ম শ্রেণির ছাত্র জিহাদ।
অনুষ্ঠানের ব্যবস্থাপনায় ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মেজবাহ উল হক রিপন।
আপনার মন্তব্য করুন