নিউজ একুশে ডেস্ক: ব্রাহ্মণবাড়িয়ায় সুমন মিয়া (৩০) নামে ধর্ষণ মামলার এক আসামীকে গ্রেফতার করেছে র্যাব। র্যাব-১৪ সিপিসি-৩ ভৈরব ক্যাম্পের একটি দল বুধবার সন্ধ্যা সোয়া ৬ টার দিকে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে।
র্যাব সূত্র জানায়, গত ২১ অক্টোবর সন্ধ্যা ৬ টার দিকে সুমন মিয়া ১২ বছরের এক শিশুকে পুনিয়াউট পুরাতন মসজিদের পুকুরের পূর্বপাশের জঙ্গলে নিয়ে জোরপূর্বক ধর্ষণ করে। পরে ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে শিশুটির চিকিৎসা করানো হয়।
এ ব্যাপারে শিশুটির পিতা বাদী হয়ে থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করেন। গ্রেফতার সুমন ব্রাহ্মণবাড়িয়া জেলার বিজয়নগর উপজেলার হরষপুর গ্রামের মৃত শিরু মিয়া ওরফে আইয়ুব খানের ছেলে।
এর পরিপ্রেক্ষিতে সুমন মিয়াকে পুনিয়াউট এলাকা থেকে গ্রেফতার করে র্যাব। গ্রেফতারের পর তাকে পুলিশে সোপর্দ করা হয়।
আপনার মন্তব্য করুন