হোসেনপুর (কিশোরগঞ্জ) সংবাদদাতা: ডিজেল ও কেরোসিনের মূল্যবৃদ্ধির প্রতিবাদে কিশোরগঞ্জের হোসেনপুরে মানববন্ধন কর্মসূচি পালন করেছে বাংলাদেশের সমাজতান্ত্রিক দল-বাসদ (মার্কসবাদী)। শুক্রবার সকাল ১০ টা থেকে ১১ ট পর্যন্ত গোবিন্দপুর চৌরাস্তা বাজারে এ কর্মসূচি পালিত হয়।
মানববন্ধনে বক্তারা ডিজেল ও কেরোসিনের মূল্যবৃদ্ধির সিদ্ধান্তকে অযৌক্তিক ও অমানবিক হিসেবে উল্লেখ করে অবিলম্বে এ সিদ্ধান্ত প্রত্যাহারের দাবি জানান। তারা আরও বলেন, এমনিতেই নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের উর্ধ্বগতিতে মানুষ দিশেহারা। তার ওপর নতুন করে ডিজেল ও কেরোসিনের মূল্যবৃদ্ধি মরার ওপর খাড়ার ঘায়ের মতই।
মানববন্ধনে বক্তব্য রাখেন জেলা বাসদের (মার্কসবাদী) সমন্বয়ক আলাল মিয়া, বাসদ নেতা এবাদুল ইসলাম, জমির হোসেনসহ স্থানীয় নেতৃবৃন্দ।
আপনার মন্তব্য করুন