ঢাকাFriday , 5 November 2021
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস ঐতিহ্য
  5. করোনা আপডেট
  6. ক্যাম্পাস
  7. ক্রীড়া জগৎ
  8. জাতীয়
  9. তথ্য প্রযুক্তি
  10. ধর্ম
  11. নারী অধিকার
  12. প্রবাস সংবাদ
  13. বিনোদন
  14. রাজনীতি
  15. সম্পাদকীয়
আজকের সর্বশেষ সবখবর

ডিজেল ও কেরোসিনের মূল্যবৃদ্ধির প্রতিবাদে বাসদের মানববন্ধন

প্রতিবেদক
-
November 5, 2021 3:08 pm
Link Copied!

হোসেনপুর (কিশোরগঞ্জ) সংবাদদাতা: ডিজেল ও কেরোসিনের মূল্যবৃদ্ধির প্রতিবাদে কিশোরগঞ্জের হোসেনপুরে মানববন্ধন কর্মসূচি পালন করেছে বাংলাদেশের সমাজতান্ত্রিক দল-বাসদ (মার্কসবাদী)। শুক্রবার সকাল ১০ টা থেকে ১১ ট পর্যন্ত গোবিন্দপুর চৌরাস্তা বাজারে এ কর্মসূচি পালিত হয়।

মানববন্ধনে বক্তারা ডিজেল ও কেরোসিনের মূল্যবৃদ্ধির সিদ্ধান্তকে অযৌক্তিক ও অমানবিক হিসেবে উল্লেখ করে অবিলম্বে এ সিদ্ধান্ত প্রত্যাহারের দাবি জানান। তারা আরও বলেন, এমনিতেই নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের উর্ধ্বগতিতে মানুষ দিশেহারা। তার ওপর নতুন করে ডিজেল ও কেরোসিনের মূল্যবৃদ্ধি মরার ওপর খাড়ার ঘায়ের মতই।

মানববন্ধনে বক্তব্য রাখেন জেলা বাসদের (মার্কসবাদী) সমন্বয়ক আলাল মিয়া, বাসদ নেতা এবাদুল ইসলাম, জমির হোসেনসহ স্থানীয় নেতৃবৃন্দ।

আপনার মন্তব্য করুন