পাকুন্দিয়া (কিশোরগঞ্জ) সংবাদদাতা: “বঙ্গবন্ধুর দর্শন, সমবায়ে উন্নয়ন” এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় ৫০ তম জাতীয় সমবায় দিবস উদযাপন করা হয়েছে।
এ উপলক্ষে শনিবার সকালে উপজেলা প্রশাসন ও সমবায় বিভাগের ব্যবস্হাপনায় শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা পরিষদ চত্বর থেকে শোভাযাত্রাটি শুরু হয়ে পৌরসদর বাজার প্রদক্ষিণ করে। পরে উপজেলা পরিষদ সভাকক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা রোজলিন শহীদ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি হিসেবে ব্ক্তব্য রাখেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শামসুনাহার, উপজেলা কৃষক লীগের সভাপতি আব্দুল আউয়াল ও সাধারণ সম্পাদক সেলিম মিয়া।
আরও বক্তব্য রাখেন জন্মভূমি সমবায় সমিতির সভাপতি বিজয় সরকার, বন্ধন এমসিএস লি: এর সভাপতি আরিফুল ইসলাম, এমসিএসের সভাপতি খোকন, অগ্রগতি সমবায় সমিতির সভাপতি সজল মিয়া প্রমুখ।