নিউজ একুশে ডেস্ক: ব্রাহ্মণবাড়িয়া জেলার আশুগঞ্জ থেকে সাড়ে ৫৭ কেজি গাঁজা, ৫৭ বোতল ফেনসিডিল, ২ বোতল বিয়ার, একটি প্রাইভেট কার ও একটি পিকআপসহ পাঁচজনকে গ্রেফতার করেছে র্যাব। শনিবার সকাল ৬ টা থেকে বেলা ১১ টা পর্যন্ত একাধিক অভিযান চালায় র্যাব-১৪ সিপিসি-৩ ভৈরব ক্যাম্প।
র্যাব সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে আশুগঞ্জ টোলপ্লাজা সংলগ্ন এলাকার পাকা রাস্তার ওপর অভিযান চালায় র্যাব। এ সময় দুজনকে সাড়ে ২৩ কেজি গাঁজা ও নগদ একহাজার টাকাসহ দুজনকে গ্রেফতার করা হয়। তারা হলেন ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা উপজেলার বায়েক গ্রামের মৃত আলী আহম্মদের ছেলে জয়নাল আবেদীন (৫৮) ও তার স্ত্রী রুনা লায়লা (৩৭)। পরে একই স্থানে অভিযান চালিয়ে ১২ কেজি গাঁজা, ২ বোতল বিয়ার, একটি প্রাইভেট কার ও নগদ তিনহাজার টাকাসহ দুজনকে গ্রেফতার করা হয়। তারা হলেন ময়মনসিংহের ভালুকা উপজেলার হবিরবাড়ি গ্রামের এবাদতের ছেলে কামাল হোসেন (৩২) ও হবিগঞ্জের মাধবপুর উপজেলার গোয়াছনগর গ্রামের খোরশেদ আলীর ছেলে সেলিম রেজা (৩৪)। আরেক অভিযানে সাড়ে ২২ কেজি গাঁজা, ৫৭ বোতল ফেনসিডিল ও একটি পিকআপসহ জুয়েল (২৭) নামে একজনকে গ্রেফতার করে র্যাব। তিনি ময়মনসিংহের গৌরিপুর উপজেলার বাউরামারিচর গ্রামের দুলালের ছেলে।
র্যাবের স্কোয়াড কমান্ডার মোহাম্মদ আক্কাছ আলী গ্রেফতার পাঁচজনকে মাদক ব্যবসায়ী হিসেবে উল্লেখ করে জানান, তারা দীর্ঘদিন যাবত মাদক ব্যবসার সাথে জড়িত থাকার কথা স্বীকার করেছেন।
এ ব্যাপারে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০১৮ অনুযায়ী মামলা দিয়ে তাদেরকে পুলিশে সোপর্দ করা হয়।