হোসেনপুর (কিশোরগঞ্জ) সংবাদদাতা: কিশোরগঞ্জের হোসেনপুরে ২০২১ সালের এসএসসি ও এসএসসি ভোকেশনাল পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা দেওয়া হয়েছে ।
শনিবার দুপুরে এ অনুষ্ঠানের আয়োজন করে হোসেনপুর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়।
বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি ও পৌরসভার মেয়র মো. আব্দুল কাইয়ুম খোকনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী কৃষিবিদ মসিউর রহমান হুমায়ুন।
বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক প্রদীপ কুমার সরকারের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রাবেয়া পারভেজ, উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি জহিরুল ইসলাম নুরু মিয়া, সাধারণ সম্পাদক শাহ মাহবুবুল হক, থানার অফিসার ইনচার্জ শেখ মোহাম্মদ মোস্তাফিজুর রহমান, বিদ্যালয়ের প্রধান শিক্ষক কাজী আছমা বেগম, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য মোস্তাফিজুর রহমান মোবারিছ।