রাকিবুল হাসান রোকেল: বর্ণাঢ্য আয়োজনে কিশোরগঞ্জের ইটনায় ৫০ তম জাতীয় সমবায় দিবস উদযাপন করা হয়েছে।
“বঙ্গবন্ধুর দর্শন, সমবায়ে উন্নয়ন” এ প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে শনিবার সকালে উপজেলা পরিষদ চত্বরে আনন্দ শোভাযাত্রা, আলোচনা সভা ও সম্মাননা স্মারক প্রদান অনুষ্ঠানের আয়োজন করে উপজেলা প্রশাসন ও সমবায় বিভাগ। সকালে উপজেলা পরিষদ চত্বর থেকে শোভাযাত্রাটি শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।
শোভাযাত্রা শেষে আলোচনা সভা ও তিনটি সমবায় সমিতিকে সম্মাননা স্মারক প্রদান করা হয়। এর মধ্যে ২০১৯–২০২০ অর্থ বছরে উপজেলায় সর্বোচ্চ সিডিএফ প্রদান করায় সম্মাননা স্মারক প্রদান করা হয় বড়িবাড়ি ইউনিয়নের শিমুলবাঁক টিয়ারকোনা মৎস্যজীবী সমবায় সমিতি লিমিটেডকে। ক্ষুদ্র ব্যবসায়ী ক্যাটাগরিতে শ্রেষ্ঠ সমবায় সমিতি হিসেবে সম্মাননা স্মারক প্রদান করা হয় মৃগা ইউনিয়নের বিনিময় ক্ষুদ্র ব্যবসায়ী সমবায় সমিতি লিমিটেডকে। এছাড়া কৃষি উন্নয়নমুখী ক্যাটাগরিতে শ্রেষ্ঠ সমবায় সমিতি হিসেবে সম্মাননা স্মারক প্রদান করা হয় ধনপুর ইউনিয়নের রূপসী বাংলা কৃষি উন্নয়নমুখী সমবায় সমিতিকে।
ইটনা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাফিসা আক্তারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান অধ্যক্ষ চৌধুরী কামরুল হাসান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইটনা থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ আহসান হাবীব।
উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. কামাল উদ্দীনের সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা সমবায় কর্মকর্তা মাহফুজুল আমিন।
এছাড়াও উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. আবদুস সালাম, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক কমান্ডার নজরুল ইসলাম মানিক, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শাখাওয়াত হোসেন, বিআরডিবির চেয়ারম্যান ওবায়দুর রহমান সেলিম প্রমুখ উপস্থিত ছিলেন।