পাকুন্দিয়া (কিশোরগঞ্জ) সংবাদদাতা: রবি ২০২১-২০২২ মৌসুমে গম, ভুট্টা, সরিষা, চীনাবাদাম, পেঁয়াজ, মুগ, মশুর, খেসারী উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় প্রান্তিক চাষীদের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণ করা হয়েছে।
উপজেলা কৃষি অফিস এ উপলক্ষে রবিবার সকালে উপজেলা পরিষদ চত্বরে এক অনুষ্ঠানের আয়োজন করে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রোজলিন শহীদ চৌধুরী। বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শামছুন্নাহার, উপজেলা কৃষক লীগের সভাপতি আব্দুল আওয়াল, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা আব্দুস সামাদ ও মো. এমাজ উদ্দিন।
বক্তারা বলেন, বর্তমান সরকার কৃষিবান্ধব সরকার। তাই কৃষকদের আর্থিক ও সামাজিক উন্নয়নে সরকার কাজ করে যাচ্ছে। দেশের মানুষ যেন সুখে শান্তিতে বসবাস করতে পারে, সেজন্য সরকার সব শ্রেণি পেশার মানুষকে আর্থিকভাবে সহযোগিতা প্রদান করছে।
আলোচনা শেষে উপজেলার ৩ হাজার ৮৭৫ জন প্রান্তিক চাষীর প্রত্যেককে বিনামূল্যে ১০ কেজি ডিইপি সার, ১০ কেজি এমওপি সার ও বিভিন্ন জাতের বীজ বিতরণ করা হয়।