নিজস্ব প্রতিবেদক: বসুন্ধরা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও শেখ রাসেল ক্রীড়া চক্রের চেয়ারম্যান সায়েম সোবহান আনভীরকে হত্যাচেষ্টার প্রতিবাদে কিশোরগঞ্জে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।
মঙ্গলবার বেলা ১১টার দিকে শহরের শহীদ সৈয়দ নজরুল ইসলাম চত্বরে এ কর্মসূচি পালিত হয়।
মাববন্ধনে বক্তারা হত্যাচেষ্টার পরিকল্পনাকারী হুইপ সামছুল হক চৌধুরী ও তার পুত্র শারুনকে গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
এ সময় বক্তব্য রাখেন প্রকৌশলী মো. কামরুজ্জামান, প্রকৌশলী শেখ জাবেদ, ঠিকাদার মুশফিকুর রহমান কাঞ্চন, বসুন্ধরা সিমেন্ট সেক্টরের সিলেট বিভাগীয় ব্যবস্থাপক মনিরুল ইসলাম, ভৈরবের আঞ্চলিক ব্যবস্থাপক সুমন কর, কিশোরগঞ্জের টেরিটরি ব্যবস্থাপক রবিউল ইসলাম, ভৈরবের টেরিটরি ব্যবস্থাপক জুলহাস মিয়া, ব্রাহ্মণবাড়িয়া জেলার টেরিটরি অফিসার গাজী আলমগীর হোসাইন প্রমুখ।
বিভিন্ন শ্রেণি পেশার মানুষ মানববন্ধনে অংশগ্রহণ করেন।