ঢাকাWednesday , 10 November 2021
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস ঐতিহ্য
  5. করোনা আপডেট
  6. ক্যাম্পাস
  7. ক্রীড়া জগৎ
  8. জাতীয়
  9. তথ্য প্রযুক্তি
  10. ধর্ম
  11. নারী অধিকার
  12. প্রবাস সংবাদ
  13. বিনোদন
  14. রাজনীতি
  15. সম্পাদকীয়
আজকের সর্বশেষ সবখবর

পাকুন্দিয়ায় মাদ্রাসাছাত্রী ধর্ষণ সাড়ে চার লক্ষ টাকায় ধামাচাপার চেষ্টা

প্রতিবেদক
-
November 10, 2021 12:06 am
Link Copied!

পাকুন্দিয়া (কিশোরগঞ্জ) সংবাদদাতা: কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় ১৩ বছর বয়সের এক কিশোরী ছয় মাসের অন্তঃসত্ত্বা হয়ে পড়েছে। সে স্থানীয় একটি মাদ্রাসার ৭ম শ্রেণির ছাত্রী।

উপজেলার এগারসিন্দুর ইউনিয়নের বারাবর গ্রামের মৃত আহাম্মদের ছেলে আব্দুল্লাহ (৪৫) মেয়েটিকে প্রায় এক বছর ধরে ভয়ভীতি ও নানা প্রলোভন দেখিয়ে ধর্ষণ করে আসছে বলে অভিযোগ পাওয়া গেছে। ধর্ষণের ফলে মেয়েটি অন্তঃসত্ত্বা হয়ে পড়ে।

ঘটনাটি জানাজানি হলে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়। একপর্যায়ে অভিযুক্ত আব্দুল্লাহ গা ঢাকা দেয়।

এদিকে স্থানীয় কয়েকজন প্রভাবশালী ব্যক্তি সম্প্রতি গ্রাম্য শালিসে অভিযুক্ত আব্দুল্লাহকে সাড়ে ৪ লক্ষ টাকা জরিমানা এবং মেয়েটির পরিবারকে ভয়ভীতি দেখিয়ে ঘটনাটি ধামাচাপা দেবার চেষ্টা করেন বলে অভিযোগ উঠেছে।
এ ব্যাপারে জানতে চাইলে শালিশের প্রধান মো. শাহাব উদ্দিন বলেন, আমার পাশের বাড়ির চাচা-ভাতিজির ঘটনা এটি। সুষ্ঠু  সুন্দরভাবে থাকার জন্য ঘটনাটি ধামাচাপা দেওয়া হয়েছে বলে জানান তিনি।

এলাকার সহকারী কাজী তাজুল ইসলাম বলেন, মেয়েটি অপ্রাপ্তবয়স্ক হওয়ায় নিকাহ রেজিস্ট্রী করা যায়নি।

পাকুন্দিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সারোয়ার জাহান বলেন, ঘটনার ব্যাপারে কোন অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

আপনার মন্তব্য করুন