নিজস্ব প্রতিবেদক: কিশোরগঞ্জে নানা কর্মসূচিতে পালিত হচ্ছে শহীদ সৈয়দ আমিনুল হুদা টিটু দিবস। এ উপলক্ষে বুধবার সকালে কিশোরগঞ্জ জেলা কমিউনিস্ট পার্টি কার্যালয়ের সামনে জেলা ছাত্র ইউনিয়নের উদ্যোগে নির্মিত শহীদ টিটুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়।
শহীদ টিটু স্মৃতি পাঠাগারের পক্ষ থেকে ডা. সুশীল কুমার শীল ও বাশিরুল আমিনের নেতৃত্বে, জেলা ছাত্র ইউনিয়নের পক্ষ থেকে ছাত্রনেতা অপু সাহা ও আনন্দের নেতৃত্বে, কমিউনিস্ট পার্টি জেলা কমিটির পক্ষে কমরেড আবুল হাসেম ও কমরেড আবদুর রহমান রুমীর নেতৃত্বে, জেলা গণতন্ত্রী পার্টির পক্ষ থেকে সভাপতি এডভোকেট ভূপেন্দ্র ভৌমিক দোলন ও এনামুল হক আলমাসের নেতৃত্বে, জেলা ট্রেড ইউনিয়ন কেন্দ্রের পক্ষে সভাপতি সিরাজুল ইসলাম ছাত্তারের নেতৃত্বে এবং বিভিন্ন শ্রেণি পেশার মানুষ শহীদ টিটুর প্রতিকৃতিতে পুষ্পার্ঘ অর্পণ করেন।
উল্লেখ্য, ১৯৮৭ সনের ১০ নভেম্বর স্বৈরাচার বিরোধী আন্দোলনের ধারাবাহিকতায় ‘ঢাকা ঘেরাও’ কর্মসূচিতে কিশোরগঞ্জ থেকে বাইসাইকেলযোগে ঢাকায় গিয়ে শহীদ হন তৎকালীন কিশোরগঞ্জ জেলা ছাত্র ইউনিয়ন নেতা সৈয়দ আমিনুল হুদা টিটু। ঢাকায় পুলিশের গুলিতে নূর হোসেনের সাথে সৈয়দ আমিনুল হুদা টিটুও গুলিবিদ্ধ হয়ে নিহত হন। নূর হোসেনের লাশ পাওয়া গেলেও ছাত্র ইউনিয়ন নেতা টিটুর লাশ গুম করে ফেলা হয়। সেই থেকে ৩৪ বছর যাবত কিশোরগঞ্জে বিভিন্ন শ্রেণি পেশার মানুষ ১০ নভেম্বরকে শহীদ টিটু দিবস হিসেবে পালন করে আসছে।
এ উপলক্ষে বুধবার বিকাল ৫ টায় জেলা কমিউনিস্ট পার্টি কার্যালয়ে শহীদ সৈয়দ আমিনুল হুদা টিটু স্মরণে আলোচনা সভার আয়োজন করা হয়েছে।