নান্দাইল (ময়মনসিংহ) সংবাদদাতা: ময়মনসিংহের নান্দাইলে দাঁড়িয়ে থাকা ট্রাক্টরের সঙ্গে ধাক্কা লেগে মোটরসাইকেলের চালক নিহত হয়েছেন । নিহত আব্দুল কাইয়ুম (২৫) উপজেলার রাজগাতী ইউনিয়নের বনাটি গ্রামের মৃত আব্দুর রহিমের ছেলে।
মঙ্গলবার রাত ৮ টার দিকে ময়মনসিংহ–কিশোরগঞ্জ মহাসড়কের নান্দাইল উপজেলার জামতলা কাওয়ারগাতী নামক স্থানে দুর্ঘটনাটি ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, যান্ত্রিক ত্রুটির কারণে বালু বোঝাই একটি ট্রাক্টর মহাসড়কের পাশে দাঁড়ানো ছিল। ওই যুবক মোটরসাইকেল চালিয়ে কিশোরগঞ্জের দিকে যাওয়ার সময় ট্রাক্টরটির পেছন দিকে মোটরসাইকেলটির ধাক্কা লাগে। এতে মোটরসাইকেলের চালক রাস্তায় ছিটকে পড়ে গুরুতর আহত হন। স্থানীয় লোকজন উদ্ধার করে কিশোরগঞ্জ সদর হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।
নান্দাইল হাইওয়ে থানার এসআই আবু তালেব জানান, নান্দাইল মডেল থানা পুলিশ লাশের সুরতহাল রিপোর্ট তৈরি করেছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।