নিজস্ব প্রতিবেদক: দ্বিতীয় ধাপে কিশোরগঞ্জের তিন উপজেলার ২৯ টি ইউনিয়ন পরিষদ নির্বাচনে শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ চলছে। এরমধ্যে করিমগঞ্জ উপজেলার ১১ টি, তাড়াইল উপজেলার ৭ টি ও বাজিতপুর উপজেলার ১১ টি ইউনিয়ন।
বৃহস্পতিবার সকাল ৮ টা থেকে ভোটগ্রহণ শুরু হয়েছে, চলবে বিকাল ৪ টা পর্যন্ত। করিমগঞ্জের বিভিন্ন ভোটকেন্দ্র ঘুরে ভোটারদেরকে লাইনে দাঁড়িয়ে শান্তিপূর্ণভাবে ভোট প্রদান করতে দেখা গেছে। প্রায় প্রতিটি কেন্দ্রেই নারী ভোটারদের উপস্থিতি ছিল চোখে পড়ার মত। এছাড়া তাড়াইল ও বাজিতপুর উপজেলায়ও শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণের খবর পাওয়া গেছে।
শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ নিশ্চিত করার লক্ষ্যে ব্যাপক নিরাপত্তামূলক ব্যবস্থা নিয়েছে প্রশাসন। র্যাব ও পুলিশের পাশাপাশি বিজিবি মোতায়েন করা হয়েছে। ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে আইন শৃঙ্খলা বাহিনীর ভ্রাম্যমাণ টিমও সক্রিয় রয়েছে।
আপনার মন্তব্য করুন