পাকুন্দিয়া (কিশোরগঞ্জ) সংবাদদাতা: কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় সিএম-এসএমই (ক্ষুদ্র ও মাঝারি) ঋণ বিতরণ (প্রণোদনা প্যাকেজ) সংক্রান্ত কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার উপজেলা নির্বাহী কর্মকর্তার সম্মেলন কক্ষে আয়োজিত কর্মশালায় প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ব্যাংকের যুগ্ম পরিচালক সুমনা সাহা। বিশেষ অতিথি ছিলেন কিশোরগঞ্জ বিসিকের সহকারী মহা ব্যবস্থাপক আ. ন. ম মুজিবুর রৌফ।
অগ্রণী ব্যাংক পাকুন্দিয়া শাখার ব্যবস্থাপক ও উপজেলা কৃষি ঋণ কমিটির সদস্য সচিব মো. খালেদুজ্জামান খানের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন কৃষি ব্যাংক পাকুন্দিয়া শাখার ব্যবস্থাপক সজল চন্দ্র সাহা, ন্যাশনাল ব্যাংক পাকুন্দিয়া শাখার ব্যবস্থাপক মোশারফ হোসেন, পাকুন্দিয়া বাজার বণিক সমিতির সভাপতি ওমর ফারুক মজলিশ, নারী উদ্যোক্তা সুমাইয়া আক্তার প্রমুখ।
কর্মশালায় বিভিন্ন ব্যাংকের ব্যবস্থাপক, ব্যবসায়ী, ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাসহ বিভিন্ন পেশার মানুষ অংশগ্রহণ করেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন সোনালী ব্যাংক পাকুন্দিয়া শাখার ব্যবস্থাপক মো. কামরুজ্জামান।
পাকুন্দিয়া উপজেলার সকল তফসিলি ব্যাংক ও বিশেষায়িত ব্যাংক দিনব্যাপী এ কর্মশালার আয়োজন করে।