নিজস্ব প্রতিবেদক: দ্বিতীয় ধাপে কিশোরগঞ্জের তিন উপজেলার ২৯ টি ইউনিয়ন পরিষদ নির্বাচনে একটি কেন্দ্রের ভোটগ্রহণ স্থগিত করা হয়েছে। করিমগঞ্জ উপজেলার সুতারপাড়া ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের চং নোয়াগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের ব্যালট পেপার ছিনিয়ে নেওয়ার কারণে ভোটগ্রহণ স্থগিত করা হয়েছে বলে জানিয়েছেন জেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ আশ্রাফুল আলম।
এছাড়া করিমগঞ্জের নিয়ামতপুর ইউনিয়নের চারিতলা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র, গুণধর ইউনিয়নের গাঙ্গাটিয়া কেন্দ্রসহ বেশ কয়েকটি কেন্দ্রে সংঘর্ষের কারণে কিছুক্ষণ ভোটগ্রহণ স্থগিত থাকলেও পরে চালু করা হয়। ভোটগ্রহণ চলাকালে বাজিতপুর উপজেলার কয়েকটি কেন্দ্রের বাইরে প্রতিদ্বন্দ্বী প্রার্থীর সমর্থকদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া হয়।
এছাড়া তিন উপজেলার অন্যান্য কেন্দ্রে শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।
বৃহস্পতিবার কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলার ১১ টি, তাড়াইল উপজেলার ৭ টি ও বাজিতপুর উপজেলার ১১ টি ইউনিয়ন পরিষদে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।