ঢাকাশুক্রবার , ১২ নভেম্বর ২০২১
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস ঐতিহ্য
  5. করোনা আপডেট
  6. ক্যাম্পাস
  7. ক্রীড়া জগৎ
  8. জাতীয়
  9. তথ্য প্রযুক্তি
  10. ধর্ম
  11. নারী অধিকার
  12. প্রবাস সংবাদ
  13. বিনোদন
  14. রাজনীতি
  15. সম্পাদকীয়
আজকের সর্বশেষ সবখবর

সৈয়দ আশরাফের নামে কলেজের নামকরণে ১৫ লক্ষ টাকা দিলেন সাফায়াত

প্রতিবেদক
-
নভেম্বর ১২, ২০২১ ১১:২৫ অপরাহ্ণ
Link Copied!

নিজস্ব প্রতিবেদক: কিশোরগঞ্জ পৌর মহিলা মহাবিদ্যালয়ের নাম পরিবর্তন হয়ে সৈয়দ আশরাফুল ইসলাম পৌর মহিলা কলেজনামকরণ করা হচ্ছে। আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক জন প্রশাসনমন্ত্রী প্রয়াত সৈয়দ আশরাফুল ইসলামের নামে কলেজটির নামকরণের লক্ষ্যে কলেজের তহবিলে ১৫ লক্ষ টাকা দান করেছেন তারই ছোট ভাই কলেজের গভর্নিং বডির সভাপতি বীর মুক্তিযোদ্ধা মেজর জেনারেল (অব.) সৈয়দ সাফায়েতুল ইসলাম

শুক্রবার দুপুরে ঢাকার বারিধারা ডিওএইচএসে কলেজের অধ্যক্ষ শরীফ আহমদ সাদীর হাতে ১৫ লক্ষ টাকার চেক হস্তান্তর করেন তিনি। এ সময় গভর্নিং বডির সদস্য হেলাল উদ্দিন মানিক, এডভোকেট রফিক উদ্দিন বাচ্চু, মানিক রঞ্জন দে, এডভোকেট দেলোয়ার হোসেন দিলু, বীর মুক্তিযোদ্ধা আবুবকর সিদ্দিক, ওয়াহাব উদ্দিনসহ শিক্ষক প্রতিনিধি এবং সৈয়দ সাফায়েতুল ইসলাম এর স্ত্রী ময়মনসিংহ জেলা আওয়ামী লীগের সহ সভাপতি সৈয়দা নাজমা ইসলাম উপস্থিত ছিলেন

উল্লেখ্য, সরকারী বিধান অনুযায়ী কোন প্রতিষ্ঠানের নাম কোন ব্যক্তির নামে করতে হলে সেই প্রতিষ্ঠানের তহবিলে ১৫ লক্ষ টাকা জমা দিতে হয়। আগামী এক মাসের মধ্যে নতুন নামকরণের কাজ সম্পন্ন হবে বলে জানা গেছে।

এদিকে চেক প্রাপ্তির পর এক প্রতিক্রিয়ায় কলেজের অধ্যক্ষ শরীফ আহমদ সাদী বলেন, আমাদের প্রিয় নেতা বিউটি অব পলিটিক্স হিসেবে যাকে আমি আখ্যায়িত করেছিলাম, সেই  অনুপম রাজনৈতিক চরিত্রের অধিকারী সৈয়দ আশরাফুল ইসলাম আমাদের কলেজের গভর্নিং বডির সভাপতি ছিলেন এবং তিনি জীবনে অন্য কোন প্রতিষ্ঠানের গভর্নিং বডির দায়িত্ব নেননি। তিনি আরও বলেন, ১৯৯৬ এর পরে তার কাছে এই কলেজের একাডেমিক এবং ভৌত অবকাঠামোগত উন্নয়নের যত আবদার করেছি সবগুলো আবদার তিনি পূরণ করেছেন। একটি দুতলা, একটি চারতলা একাডেমিক ভবন, একটি ছয়তলা ছাত্রী হোস্টেল যা আমার প্রস্তাবের পরিপ্রেক্ষিতে সৈয়দ আশরাফুল ইসলামের মায়ের নামেবেগম নাফিসা ইসলামছাত্রী হোস্টেল করা হয়েছেএছাড়া আরও একটি একতলা টিনশেড বিল্ডিং হয়েছেতার হাতে শিক্ষক কর্মচারীগণ এমপিওভূক্ত হয়েছেন এবং তার হাতে অনার্স কোর্স চালু হয়েছে

বর্তমানে তার ভাই বীর মুক্তিযোদ্ধা মেজর জেনারেল সৈয়দ সাফায়েতুল ইসলাম এই প্রতিষ্ঠানের সভাপতির দায়িত্ব কাঁধে তুলে নিয়েছেন। অধ্যক্ষ শরীফ আহমদ সাদীর প্রস্তাব অনুযায়ী কলেজ তহবিলে সৈয়দ সাফায়েতুল ইসলাম ব্যক্তিগতভাবে ১৫ লক্ষ টাকার চেক হস্তান্তর করায় তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনিশরীফ সাদী জানান, এই টাকা ব্যাংকে স্থায়ী আমানত করা হবে এবং এর লভ্যাংশ থেকে যে আয় হবে তা দিয়ে মরহুম সৈয়দ আশরাফুল ইসলাম এর নামে গরীব মেধাবী ছাত্রীদের বৃত্তি দেওয়া হবে।

আগামী ১ জানুয়ারি সৈয়দ আশরাফুল ইসলাম এর ৭০ তম জন্মদিন উপলক্ষে কলেজে আড়ম্বরপূর্ণ অনুষ্ঠানের মাধ্যমে দিনটি উদযাপন করা হবে বলেও জানান তিনি।

আপনার মন্তব্য করুন