নিজস্ব প্রতিবেদক: কিশোরগঞ্জ প্রেসিডেন্ট আবদুল হামিদ মেডিকেল কলেজ ও হাসপাতালের ইন্টার্ন চিকিৎসকদের বিদায় ও বরণ অনুষ্ঠান শনিবার সন্ধায় কলেজ মিলনায়তনে অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাষ্ট্রপতি আবদুল হামিদ এর সহধর্মিণী ফার্স্টলেডি বেগম রাশিদা হামিদ।
মেডিকেল কলেজের প্রিন্সিপাল ডা. আ. ন. ম নৌশাদ খানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন প্রসিডেন্ট আবদুল হামিদ মেডিকেল কলেজের সার্জারি বিভাগের প্রধান অধ্যাপক ডা. মতিউর রহমান, মেডিকেল কলেজের পরিচালক ডা. সুফিয়া খাতুন, মেডিকেল কলেজের ভাইস প্রিন্সিপাল ডা. এ. এস. এম শহীদুল্লাহ ও বিএমএ জেলা শাখার সভাপতি ডা. মাহবুব ইকবাল। সম্মানিত অতিথি ছিলেন মেডিকেল কলেজের পরিচালক ব্যারিস্টার রিয়াদ আহমেদ তুষার।
ইন্টার্ন চিকিৎসকদের শপথবাক্য পাঠ করান প্রিন্সিপাল ডা. আ. ন. ম নৌশাদ খান। অনুষ্ঠানে ইন্টার্ন চিকিৎসকদের দ্বিতীয় ব্যাচের বিদায় ও তৃতীয় ব্যাচের চিকিৎসকদের বরণ করে নেওয়া হয়।
বক্তারা চিকিৎসকদেরকে মানবিক চিকিৎসক হওয়ার এবং সেবার মনোভাব নিয়ে কাজ করার আহ্বান জানান।
অনুষ্ঠানে ভিকারুননিসা নূন স্কুল এন্ড কলেজের অবসরপ্রাপ্ত শিক্ষক বিলকিস মাহমুদ, কিশোরগঞ্জ জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান মানছুরা জামান নূতন, জেলা মহিলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক শাহীন সুলতানা ইতি, জেলা মহিলা আওয়ামী লীগের সদস্য সালমা হক, জেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন বাচ্চু, করিমগঞ্জের জাফরাবাদ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু সাদাৎ মো. সায়েমসহ মেডিকেল কলেজের চিকিৎসক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানের শুরুতে ইন্টার্ন চিকিৎসকদের শিক্ষাজীবনের স্মৃতিময় ঘটনার স্থিরচিত্র প্রদর্শন করা হয়।
আলোচনা শেষে সাংস্কৃতিক অনুষ্ঠানে সঙ্গীত ও নৃত্য পরিবেশন করেন মেডিকেল কলেজের শিক্ষক, শিক্ষার্থী ও স্থানীয় শিল্পীরা।