হোসেনপুর (কিশোরগঞ্জ) সংবাদদাতা: কিশোরগঞ্জের হোসেনপুরে চুরির অপবাদে সুবর্ণা আক্তার (১৫) নামে এক স্কুলছাত্রীর আত্মহত্যার অভিযোগ পাওয়া গেছে। সে দক্ষিণ শাহেদল গ্রামের আকবর হোসেনের মেয়ে ও স্থানীয় গলাচিপা উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্রী।
আত্মহত্যার আগে তার খাতায় ৮ পৃষ্ঠা জুড়ে ঘটনার বিষয়ে বিস্তারিত লিখে গেছে সে। চুরির অপরাধ অস্বীকার করে মিথ্যা অপবাদের বিষয়টি লেখা রয়েছে এতে। এ রকম ঘটনা যেন আর কারও জীবনে না ঘটে এবং এর বিচার দাবি করে লেখা রয়েছে, এ ঘটনার বিচার না হলে তার আত্মা শান্তি পাবে না।
শুক্রবার বিকালে হোসেনপুর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে আত্মহত্যার প্ররোচনার আলামত হিসেবে ৮ পৃষ্ঠা লেখা খাতা ও মোবাইল ফোনে রেকর্ড করা ভিডিও জব্দ করে। পুলিশ লাশ উদ্ধার করে কিশোরগঞ্জ মর্গে প্রেরণ করে।
নিহতের মা হালিমা খাতুন জানান, গত ৫ অক্টোবর পাশের বাড়ির খসরু মিয়ার বাড়িতে স্বর্ণের চেইন চুরির ঘটনা ঘটে। ওই বাড়ির লোকজন চেইন চুরির জন্য সুবর্ণাকে সন্দেহ করে। পরে স্থানীয় এক স্কুলশিক্ষকসহ কয়েকজন সুবর্ণার বাড়িতে গিয়ে নিশ্চিত হন যে, চেইন চুরির সাথে সুবর্ণা জড়িত নয়। এ নিয়ে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের নিয়ে দেন দরবার হলেও খসরু মিয়া চেইন চুরির ক্ষতিপুরণ দাবি করে সুবর্ণার পরিবারের কাছে।
এছাড়াও স্কুলে যাওয়া আসার পথে বখাটেরা সুবর্ণাকে উদ্দেশ্য করে অশ্লীল কথা বলে উত্যক্ত করে আসছিল বলেও অভিযোগ পাওয়া গেছে। এসব ঘটনা সইতে না পেরে শুক্রবার ভোরে ঘরের ভিতর দড়িতে ঝুলে সুবর্ণা আত্মহত্যার পথ বেছে নেয় বলে দাবি করেন তার পরিবার।
হোসেনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ মোস্তাফিজুর রহমান জানান, অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।