নিউজ একুশে ডেস্ক: চালের বস্তার ভিতর অভিনব পদ্ধতিতে সাজিয়ে রাখা গাঁজা উদ্ধার করেছে র্যাব। এ ঘটনায় আল আমিন (২৮) নামে একজনকে গ্রেফতার করা হয়েছে। শনিবার দুপুর পৌনে ৩ টার দিকে অভিযানটি চালায় র্যাব-১৪ সিপিসি-৩ ভৈরব ক্যাম্পের একটি দল।
র্যাব সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে র্যাবের দলটি ব্রাহ্মণবাড়িয়া জেলা সদরের বিশ্বরোড এলাকায় অভিযান চালিয়ে একটি পিকআপ আটক করে। পরে পিকআপটি তল্লাশি করে এর ভিতর ২৬ টি চালের বস্তা পায়। এরমধ্যে ১১টি বস্তায় সাজিয়ে রাখা ৯২ কেজি গাঁজা উদ্ধার করে। এ ঘটনায় আল আমিনকে গ্রেফতার করে র্যাব। তিনি কুমিল্লা জেলার দেবিদ্বার উপজেলার হোসেনপুর গ্রামের আব্দুল মালেকের ছেলে।
র্যাবের কোম্পানী কমান্ডার রফিউদ্দীন মোহাম্মদ যোবায়ের গ্রেফতার আল আমিনকে একজন মাদক ব্যবসায়ী হিসেবে উল্লেখ করে জানান, তিনি দীর্ঘদিন যাবত মাদক ব্যবসার সাথে জড়িত থাকার কথা স্বীকার করেছেন।
এ ব্যাপারে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০১৮ অনুযায়ী মামলা দিয়ে তাকে পুলিশে সোপর্দ করা হয়।