নিউজ একুশে ডেস্ক: কিশোরগঞ্জ ও ব্রাহ্মণবাড়িয়ায় পৃথক অভিযান চালিয়ে ইয়াবা, ফেনসিডিল ও প্রাইভেটকারসহ চারজনকে গ্রেফতার করেছে র্যাব। শনিবার দুপুর আড়াইটা থেকে রাত সাড়ে ১০ টা পর্যন্ত অভিযান চালায় র্যাব-১৪ সিপিসি-৩ ভৈরব ক্যাম্পের সদস্যরা।
র্যাব সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে কিশোরগঞ্জের ভৈরব থেকে ৩০ বোতল ফেনসিডিলসহ দুজনকে গ্রেফতার করা হয়। তারা হলেন সিরাজগঞ্জ জেলার বেলকুচি উপজেলার চরচালা গ্রামের মৃত মোজাফফর আলীর ছেলে নূরুল ইসলাম বাবু (৩০) ও তার স্ত্রী লাকী আক্তার (২৬)।
অপরদিকে ব্রাহ্মণবাড়িয়া জেলার আশুগঞ্জে অভিযান চালিয়ে একটি প্রাইভেটকার তল্লাশি চালিয়ে গাড়ির ব্যাক ঢালার ভিতরে গ্যাস সিলিন্ডারের মধ্য থেকে ৮ হাজার ৯৫০ পিস ইয়াবা উদ্ধার করে। এ সময় প্রাইভেটকারসহ দুজনকে গ্রেফতার করা হয়। তারা হলেন চট্টগ্রাম জেলার লোহাগাড়া উপজেলার চরম্বা গ্রামের মৃত আব্দুল মোতালেবের ছেলে জসিম উদ্দিন (৩০) ও রাঙ্গুনিয়া উপজেলার লেচু বাগান গ্রামের মোস্তফার স্ত্রী রাশেদা বেগম (৩০)।
র্যাবের কোম্পানী কমান্ডার রফিউদ্দীন মোহাম্মদ যোবায়ের গ্রেফতার চারজনকে মাদক ব্যবসায়ী হিসেবে উল্লেখ করে জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা দীর্ঘদিন যাবত মাদক ব্যবসার সাথে জড়িত থাকার কথা স্বীকার করেছেন।
এ ব্যাপারে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০১৮ অনুযায়ী মামলা দিয়ে তাদেরকে পুলিশে সোপর্দ করা হয়।