হোসেনপুর (কিশোরগঞ্জ) সংবাদদাতা: কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলায় বেসরকারি উন্নয়ন সংস্থা প্রশিকা উন্নয়ন কেন্দ্রের আর্থিক সেবা কার্যক্রমের পুন: উদ্বোধন করা হয়েছে।
রবিবার বিকালে হোসেনপুর প্রশিকা উন্নয়ন কেন্দ্রে আর্থিক সেবা কার্যক্রম উদ্বোধন অনুষ্ঠানের আয়োজন করে প্রশিকা হোসেনপুর। অনুষ্ঠানে ৯ জন আর্থিক সেবা গ্রহিতার হাতে ঋণের টাকা তুলে দেওয়া হয়।
এ সময় প্রশিকার পরিচালক মিজানুর রহমান খান, সহকারী পরিচালক মো. আব্দুল আওয়াল, এলাকা ব্যবস্থাপক মো. লুৎফুর রহমান, সহকারী এলাকা ব্যবস্থাপক মাজাহারুল আলম, এলাকা হিসাব রক্ষক রোকেয়া আক্তার ও উন্নয়ন কর্মী মো. নূরুল আমিন উপস্থিত ছিলেন।
আপনার মন্তব্য করুন