নান্দাইল (ময়মনসিংহ) সংবাদদাতা: ‘‘ডায়াবেটিস সেবা নিতে আর দেরি নয়” এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে ময়মনসিংহের নান্দাইলে বিশ্ব ডায়াবেটিস দিবস ও ডায়াবেটিক সমিতির ২য় বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়।
রবিবার বেলা ১১টায় নান্দাইল ডায়াবেটিক হাসপাতালের উদ্যোগে দিবসটি পালিত হয়।
এ উপলক্ষে সচেতনতামূলক শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। স্থানীয় একটি কমিউনিটি সেন্টারে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন নান্দাইল ডায়াবেটিক সমিতির (নাডাস) সভাপতি সাবেক এমপি জাহানারা খান। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন নান্দাইল ডায়াবেটিক সমিতির প্রধান উপদেষ্টা সংসদ সদস্য আনোয়ারুল আবেদীন খান তুহিন।
সমিতির সাধারণ সম্পাদক এডভোকেট হাবিবুর রহমান ফকিরের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় আরও বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. হাসান মাহমুদ জুয়েল, উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ আবুল মনসুর, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মাহমুদুর রশিদ, ডা. তাজুল ইসলাম খান, অবসরপ্রাপ্ত শিক্ষক আলী আফজাল খান, আওয়ামী লীগ নেতা শরাফত উদ্দিন ভূইঁয়া, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার মাজহারুল হক ফকির, উপাধ্যক্ষ মো. মাসুদুল হক, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মানোয়ারা জুয়েল, জেলা পরিষদের সদস্য আবু বক্কর সিদ্দিক বাহার, আওয়ামী লীগ নেতা রফিকুল ইসলাম রেনু প্রমুখ।
পরে সমিতির বার্ষিক রিপোর্ট ও আয় ব্যয়ের প্রতিবেদন উপস্থাপন করা হয়।
প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য আনোয়ারুল আবেদীন তুহিন বলেন, নান্দাইল ডায়াবেটিক হাসপাতালটি হবে আধুনিক ও উন্নত। সেজন্যে ৪৫ লাখ টাকা ব্যয়ে নতুন ভবন নির্মাণ করা হয়েছে। আধুনিক সেবা নিশ্চিত কল্পে সব ধরনের ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।