ঢাকাMonday , 15 November 2021
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস ঐতিহ্য
  5. করোনা আপডেট
  6. ক্যাম্পাস
  7. ক্রীড়া জগৎ
  8. জাতীয়
  9. তথ্য প্রযুক্তি
  10. ধর্ম
  11. নারী অধিকার
  12. প্রবাস সংবাদ
  13. বিনোদন
  14. রাজনীতি
  15. সম্পাদকীয়
আজকের সর্বশেষ সবখবর

ইটনায় নিখোঁজের একদিন পর শিশুর লাশ উদ্ধার

প্রতিবেদক
-
November 15, 2021 12:00 am
Link Copied!

ইটনা (কিশোরগঞ্জ) সংবাদদাতা: কিশোরগঞ্জের ইটনায় নিখোঁজের একদিন পর অনন্যা দেব নামে ২২ মাস বয়সী এক শিশুর বস্তাবন্দি লাশ উদ্ধার করেছে পুলিশ।  

রবিবার সকালে ইটনা সদর ইউনিয়নের বেতেগা গ্রাম থেকে লাশটি উদ্ধার করা হয়। অনন্যা বেতেগা গ্রামের ভবতোষ দেবের মেয়ে। 

পরিবারের বরাত দিয়ে ইটনা সদর ইউনিয়নের নং ওয়ার্ডের মেম্বার মো. ডালিম মিয়া জানান, শনিবার দুপুরে বাড়ির উঠানে খেলা করছিল শিশুটি। হঠাৎ রহস্যজনকভাবে নিখোঁজ হয় শিশুটি। পরে তার স্বজনরা বাড়ির আশেপাশেসহ বিভিন্ন জায়গায় খোঁজাখুজি করেও তার সন্ধান পায়নি।  রবিবার সকালে বাড়ি সংলগ্ন টিউবওয়েলের পাশে পুরনো একটি সিমেন্টের বস্তায় মোড়ানো শিশুটির লাশ দেখতে পায় স্বজনরা। খবর পেয়ে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে

ইটনা থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ আহসান হাবীর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে শিশুটিকে হত্যা করে তার লাশ ফেলে রাখা হয়েছে। ময়নাতদন্তের জন্য শিশুটির লাশ কিশোরগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

আপনার মন্তব্য করুন