হোসেনপুর (কিশোরগঞ্জ) সংবাদদাতা: কিশোরগঞ্জের হোসেনপুরে উৎসবমুখর পরিবেশে ইউনিয়ন পরিষদ নির্বাচনের মনোনয়ন ফরম সংগ্রহ শুরু করেছেন প্রার্থীরা।
তিন রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে রবিবার প্রথম দিনে চেয়ারম্যান পদে দুইজন, সংরক্ষিত নারী আসনের সদস্য পদে ৮ জন ও সাধারণ সদস্য পদে ৩২ জন প্রার্থী মনোনয়ন ফরম সংগ্রহ করেন।
নির্বাচন পরিচালনার জন্য জিনারী ও সিদলা ইউনিয়নে উপজেলা নির্বাচন কর্মকর্তা উত্তম কুমার দাস, গোবিন্দপুর ও আড়াইবাড়িয়া ইউনিয়নে উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. এহছানুল হক, শাহেদল ও পুমদী ইউনিয়নে উপজেলা কৃষি কর্মকর্তা মো. ইমরুল কায়েসকে রিটার্নিং কর্মকর্তার দায়িত্ব দেওয়া হয়েছে।
উপজেলা নির্বাচন কর্মকর্তা উত্তম কুমার দাস জানান, শাহেদল ইউনিয়নে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী ফিরোজ উদ্দিনের পক্ষে তার ছোট ভাই ও কিশোরগঞ্জ জেলা পরিষদের সদস্য মাসুদ আলম এবং আড়াইবাড়িয়া ইউনিয়নে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী মো. খুর্শিদ উদ্দিনের পক্ষে তার ছোট ভাই মোসলেহ উদ্দিন মানিক মনোনয়ন ফরম সংগ্রহ করেন।
মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ তারিখ ২৫ নভেম্বর এবং ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে ২৩ ডিসেম্বর।