হোসেনপুর (কিশোরগঞ্জ) সংবাদদাতা: কিশোরগঞ্জের হোসেনপুরে স্কুলছাত্রী সুবর্ণা আক্তারের আত্মহত্যার প্ররোচনা মামলায় রবিবার রাতে দুজনকে গ্রেফতার করেছে পুলিশ।
তারা হলেন দক্ষিণ শাহেদল এলাকা থেকে ইসলাম উদ্দিনের ছেলে সোহেল রানা দয়াল (২৮) ও একই এলাকার আবু হানিফের ছেলে মাহমুদুল হাসান সৌরভ (১৯)।
পুলিশ জানায়, স্বর্ণের চেইন চুরির অপবাদ ও বখাটেদের উত্যক্ত করার অপমান সইতে না পেরে দক্ষিণ শাহেদল গ্রামের আকবর হোসেনের মেয়ে ও স্থানীয় গলাচিপা মাধ্যমিক বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্রী সুবর্ণা আক্তার (১৫) গত শুক্রবার নিজ বাড়িতে আত্মহত্যা করে।
এ ঘটনায় সুবর্ণার পিতা আকবর হোসেন বাদী হয়ে ১৪ জনকে আসামী করে রবিবার হোসেনপুর থানায় মামলা দায়ের করেন।
হোসেনপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ মোহাম্মদ মোস্তাফিজুর রহমান জানান, গ্রেফতার দুজনকে সোমবার কিশোরগঞ্জ আদালতে পাঠানো হয়েছে এবং অপর আসামীদের গ্রেফতারের চেষ্টা চলছে।