নিজস্ব প্রতিবেদক: কিশোরগঞ্জে মহিলা পরিষদের প্রশিক্ষণ, গবেষণা ও পাঠাগার উপ পরিষদের উদ্যোগে নারীর ক্ষমতায়ন বৃদ্ধির লক্ষ্যে সচেতনতা ও দক্ষতা বৃদ্ধি বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকালে তরুণীদের নিয়ে ডি. এল লাহিড়ী সরকারি শহর পাঠশালায় এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।
প্রশিক্ষণে মডারেটরের দায়িত্বে ছিলেন জেলা শাখার সভাপতি এডভোকেট মায়া ভৌমিক। প্রশিক্ষণ প্রদান করেন জেলা শাখার সাধারণ সম্পাদক আতিয়া হোসেন, সাংগঠনিক সম্পাদক জাহানারা ইসলাম, প্রশিক্ষণ সম্পাদক এডভোকেট প্রতিভা শীল ও আন্দোলন সম্পাদক মাছুমা আক্তার।
ফ্যাসিলিটেটরের দায়িত্বে ছিলেন জেলা শাখার সদস্য আয়েশা আক্তার সাথী, রত্না আক্তার ও ছাবিকুন্নাহার। প্রশিক্ষণ পরিচালনা করেন সদস্য দিলরুবা আক্তার।
আপনার মন্তব্য করুন